বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে এক সপ্তাহ পার! গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) হয়েছিল। প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। এই ঘটনার পর রাজ্য বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ান বিজেপি বিধায়করা। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে এমএলএ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তাঁর দলেরই সদস্য দিলীপ ঘোষ (Dilip Ghosh) বললেন, কোনও দেশের পতাকা পোড়ানো তিনি পছন্দ করেন না।
নাম না করেই শুভেন্দুকে নিশানা দিলীপের (Dilip Ghosh)?
সোমবার বর্ধমান শহরে জিটি রোডের লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দিরের কাছে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানেই পতাকা পোড়ানোর বিষয়ে মুখ খোলেন তিনি। পদ্ম নেতা বলেন, ‘কোনও দেশের পতাকা পোড়ানো উচিত নয়। এটা আমি একেবারেই পছন্দ করি না’।
গতকাল সকালে ইকো পার্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানকেও একহাত নেন দিলীপ। বিজেপি (BJP) নেতা বলেন, ‘অনেক সময়ই ওরা ফালতু কথা বলে। এরপর মার খেয়ে বাড়ি চলে যায়। আদৌ পরমাণু অস্ত্র রয়েছে নাকি ওটা পচে গিয়েছে, সেটা কেউই জানে না। আর ভারতকে পরমাণু অস্ত্র দেখাবেন না। তাহলে হামলার পরের দিন থেকে পৃথিবীর ইতিহাস বা ভূগোলে পাকিস্তান বলে কোনও দেশ থাকবে না’।
আরও পড়ুনঃ পিএম মোদীর নামে আপত্তিকর পোস্ট বাংলার যুবকের! ‘ওঠবস করিয়ে’ গ্রেফতার BJP নেতা
গতকাল সকালে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাকিস্তানকে খোঁচা দিলেও, কোনও দেশের পতাকা পোড়ানোকে তিনি সমর্থন করেন না বলে জানিয়েছেন দিলীপ। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই নানান মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি কি নিজের এই মন্তব্যের মাধ্যমে আদতে শুভেন্দুর কাজের বিরোধিতাই করলেন? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।
উল্লেখ্য, পহেলগাঁও-কাণ্ডের পর বিধানসভার গেটে বিজেপি বিধায়করা যে পাকিস্তানের পতাকা পুড়িয়েছিলেন, তার নেতৃত্বে ছিলেন শুভেন্দু। ফলত দিলীপ (Dilip Ghosh) নিজের বক্তব্যের মাধ্যমে তাঁকেই নিশানা করে থাকতে পারেন বলে মনে করছেন অনেকে। যদিও বিজেপি নেতা সরাসরি কারোর নাম না নেওয়ায় জল্পনা জিইয়ে রয়েছে।