‘CPM-কে চা খাওয়ার পয়সাও দেয় তৃণমূল’! ব্রিগেড সমাবেশের পরেই বিস্ফোরক দিলীপ ঘোষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ (CPM Brigade Rally) ছিল। সেখান থেকে নানান ইস্যুতে সুর চড়ান বাম নেতারা। মোদী-দিদিকে একযোগে আক্রমণ করেন প্রবীণ নেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md. Salim)। এবার তার পাল্টা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ‘বাংলায় সিপিএমকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল’, দাবি পদ্ম নেতার।

সিপিএমকে ঝাঁঝালো আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)!

সোমবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। তখনই বামেদের ব্রিগেড প্রসঙ্গে মুখ খোলেন তিনি। দাবি করেন, ‘সিপিআইএম পার্টি অফিস চালানোর পয়সাও দেয় তৃণমূল! ওদের চা খাওয়ার পয়সাটাও তৃণমূল কংগ্রেসই দেয়’।

এখানেই না থেমে দিলীপ আরও বলেন, ‘সিপিআইএমের দলীয় কার্যালয়ের চাবি থাকে তৃণমূল কংগ্রেসের লোকের কাছে। এভাবে স্যালাইন দিয়ে সিপিএমকে বাঁচিয়ে রেখেছে! ফলে আর কতদিন এই দল থাকবে?’

আরও পড়ুনঃ শালবনিতে খুশির আমেজ! ১৭ বছরের অপেক্ষা শেষে কারখানার শিলান্যাসে মমতা-সৌরভ

আগামী ২০ মে ভারত জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম শিবির। এই নিয়েও মুখ খুলেছেন দিলীপ। বিজেপি (BJP) নেতা বলেন, ‘সিপিআইএম ধর্মঘট ডাকছে বা কী করছে, তাতে ভারতের মানুষের কী যায় আসে! ওরা কোথায় আছে? আসলে ওরা যে রয়েছে, জনগণকে এটা বোঝাতে মাঝেমধ্যে ব্রিগেড করতে হয়, ধর্মঘট ডাকতে হয়!’

বামেদের ব্রিগেড সমাবেশ নিয়েও এদিন খোঁচা দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, বাঙালিরা দুর্গাপুজোর পর যেমন সবাই মিলিত হয়, তেমনই বামেরা প্রত্যেক বছর ব্রিগেড আসে। খাওয়াদাওয়া করে, বলে দাবি করেন দিলীপ।

BJP leader Dilip Ghosh explosive comment again

বামেদের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা। আজ শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে দিলীপ বলেন, ‘উনি ১৪ বছরে কতগুলো শিলান্যাস করেছেন ও তার মধ্যে কতগুলো বাস্তবায়িত হয়েছে, সেটার তালিকা প্রকাশ করুন। বছর বছর বাণিজ্য সম্মেলন করেন, সেখানে আদৌ বাংলার কোনও লাভ হচ্ছে কিনা, আদৌ কোনও বিনিয়োগ এসেছে কিনা, সেটার শ্বেতপত্র প্রকাশ করুন’।

গতকাল ব্রিগেড সমাবেশ থেকে মোদী-দিদিকে একযোগে আক্রমণ করেছিলেন সেলিম। এদিন সিপিএম ও তৃণমূলকে একত্রে নিশানা করলেন দিলীপ (Dilip Ghosh)। একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপি নেতা। যদিও এই বিষয়ে এখনও অবধি বামেদের অথবা তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X