বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সাত পাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ৬০ পেরিয়ে ‘ব্যাচেলর’ তকমা ঘুচিয়েছেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ। বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের হাত ধরে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। বিয়ে উপলক্ষ্যে গতকালই দিলীপকে উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার তাঁকেই আক্রমণ করলেন বিজেপি নেতা।
মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের (Dilip Ghosh)!
শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সদ্য বিবাহিত দিলীপ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি। প্রশ্ন করেন, বিএসএফ যদি সব জায়গায় যায়, তাহলে পুলিশ কী জন্য আছে? পুলিশ কী করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী করছে? প্রশ্ন করেন বিজেপি নেতা।
দিলীপ এদিন বলেন, ঘটনার দিন মালদায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে কলকাতা ফেরার সময় তাঁকে মাথপথে আটকায় পুলিশ। সেদিন সন্ধ্যাবেলা বিএসএফ ডিআইজির সঙ্গে কথা বলেন বলে দাবি করেন পদ্ম নেতা। কোথায় কোথায় ঝামেলা, অশান্তি হচ্ছে, সেটার লিস্ট সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকদের কাছে পাঠান তিনি।
এরপরেই মুর্শিদাবাদ কাণ্ড (Murshidabad Violence) নিয়ে সরব হলেন পদ্ম নেতা। দিলীপ বলেন, ‘আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে। আমরা আদালতে আবেদন জানিয়েছিলেন। এরপরেই অফিশিয়ালি বিএসএফ নেমেছে (মোতায়েন করা হয়েছে)। এখন বিএসএফ যদি সব জায়গায় যায়, তাহলে পুলিশ কী জন্য আছে? বিএসএফ পুলিশের কাজ করবে, এলাকার নানান জায়গায় বিএসএফ ক্যাম্প করতে হচ্ছে… পুলিশ কী করছে তাহলে? মমতা ব্যানার্জির সরকার কী করছে? তাহলে আমরা যে দাবি করেছিলাম ৩৫৫, ৩৫৬- সেটাই লাগু করা হোক’।
এদিকে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের কথা বলা হলে, গতকাল সন্ধ্যায় বিজেপি নেতার নিউটাউনের বাসভবনে বসেছিল বিবাহ আসর। গুটিকয়েক কাছের মানুষকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ-রিঙ্কু। বিয়ের পরের দিনই ফের চেনা মেজাজে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে।