“আগামী ১৫ আগেস্টে POK তেও উড়বে তিরঙ্গা”: দিলীপ ঘোষ

 

রাজীব মুখার্জী, হাওড়া

সফল হয়েছে পূর্ণাঙ্গ ভারত গঠন। এবছর কাশ্মীরের সর্বত্র উড়েছে ভারতের জাতীয় পতাকা। এবার শুধু পরের বছরের প্রতীক্ষা। কারণ আগামী ১৫ আগস্টে POK তেও উড়বে তিরঙ্গা। আজ মধ্য হাওড়ার সন্ধ্যবাজার এলাকার একটি জনসভায় এসে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এর পাশাপাশি রাজ্য পুলিশকেও একহাত নেন দিলীপ ঘোষ।

 

তিনি বলেন, এ রাজ্যে পুলিশি ব্যবস্থা পুরপুরি ভেঙে পড়েছে। পুলিশ আধিকারিকদের কোনও সম্মান নেই। উর্দি পরেই তারা দিদিকে প্রণাম করেন। কারণ এভাবেই তাদের প্রমোশন মেলে। তৃণমূল গুন্ডামি করছে এ রাজ্যে। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যাবে না।

images 1 24

অন্যদিকে দিদিকে বলোর পাল্টা বিজেপির দাদাকে বলো শুরুর বিষয় নিয়ে সরব হয়েছিল তৃণমূল। তাদের অভিযোগ ছিল, তৃণমূলকে কপি করছে বিজেপি। সেবিষয়ে দিলিপবাবুর সাফাই, মুখ্যমন্ত্রী চা বানাচ্ছেন। এটা কার ব্র্যান্ড? আমাদেরই কপি করছে তৃণমূল। আমরাই লোকের ঘরে ঘরে যাওয়া শুরু করেছিলাম। তারপর তৃণমূলের দিদিকে বলো। তাও ফোনে। যেখানে অভিযোগ জানালেও কোনও লাভ হয় না।


সম্পর্কিত খবর