বাংলা হান্ট ডেস্কঃ অক্ষয় তৃতীয়ার দিন থেকে বিতর্কের কেন্দ্রে রয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিঘার জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে হাসিমুখে বৈঠক করতে দেখা যায় সস্ত্রীক দিলীপকে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তাঁর বিরুদ্ধে ফুঁসে ওঠেন বঙ্গ বিজেপির (BJP) একাধিক নেতা। এই আবহে আরএসএসের শীর্ষ নেতৃত্বের কাছে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জানালেন, ‘দলবদলু’দের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না।
দিলীপের (Dilip Ghosh) সঙ্গে বিশদে আলোচনা আরএসএসের শীর্ষ নেতৃত্বের!
রাজ্যের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। বিষয়টিতে প্রসন্ন হননি বঙ্গ বিজেপির একাধিক নেতা। সরাসরি মেদিনীপুরের সাংসদকে নিশানা করেন তাঁরা। পাল্টা দেন দিলীপও। বুধবার কোর কমিটির পাশাপাশি বঙ্গ বিজেপির বর্ধিত বৈঠকেও ডাকা হয়নি তাঁকে। এই পরিস্থিতিতে দিলীপের সঙ্গে বিশদে আলোচনা করলেন আরএসএসের শীর্ষ নেতৃত্ব।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, রাজ্যে সঙ্ঘের (RSS) সদর দফতর কেশব ভবনে হাজির হয়েছিলেন দিলীপ। তাঁকে নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে যে বিতর্ক মাথাচাড়া দিয়েছে, সেই বিষয়ে আরএসএসের শীর্ষ নেতৃত্বকে বিস্তারিত জানান মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। সেই সঙ্গেই রাজ্য বিজেপির বর্তমান অবস্থা ও দলবদলু নেতাদের বিষয়ে বিশদে জানিয়ে এসেছেন বলে খবর।
আরও পড়ুনঃ ‘আল্লাহ রক্ষা করো’! ভারত-পাক উত্তেজনার আবহেই সংসদে দাঁড়িয়ে কেঁদে ফেললেন পাকিস্তানি সাংসদ
দিলীপ নাকি সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh) শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন, তিনি একাই লড়াই করবেন, তাঁর লড়াই চলবে। সঙ্ঘই তাঁকে বিজেপিতে পাঠিয়েছিল। আরএসএস যদি চায়, পদ্ম শিবির থেকে ফের তাঁকে ফিরিয়ে নিক। এখানেই শেষ নয়! বঙ্গ বিজেপির যে নেতারা দিলীপকে আক্রমণ করে বিতর্কের জন্ম দিতে চাইছেন, তাঁদের বোঝানোর জন্য দিলীপ আরএসএসকেই বলেছেন বলে খবর।
দিলীপ এই বিষয়ে বলেন, ‘আরএসএস আমায় ডেকেছিল। আমার যা বলার গিয়ে বলে এসেছি’। এছাড়াও রিপোর্ট বলছে, সঙ্ঘের কাছে নিজের ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান জানিয়ে এসেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। বিজেপিতে থেকেই তাঁর এই লড়াই চলবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসিমুখে বৈঠকের পরেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলবদলের জল্পনা মাথাচাড়া দেয়। সেই জল্পনা নস্যাৎ করে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নিজেই। বিজেপিতে থেকেই তিনি লড়াই করবেন, আরএসএসের কাছে পদ্ম নেতা এমনটাই জানিয়েছেন বলে খবর।