“পাবলিক আমায় জিতিয়েছে, আমি করব”! কেন্দ্রের টাকা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপের

বাংলাহান্ট ডেস্ক : গতকালই গ্রাম সড়ক যোজনায় রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রসঙ্গে এবার কেন্দ্রীয় শর্ত নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কেন্দ্রের তৈরী করা শর্তগুলো বিশ্লেষণ করার পাশাপাশি শাসকদলকে কার্যত ধুয়ে দিলেন এই বর্ষীয়ান বিজেপি নেতা। রীতিমতো বাক্যবাণে বিদ্ধ করলেন সরকারের অলিন্দে থাকা ব্যক্তিদেরকেও।

দিলীপ ঘোষ বলেন, “শর্তগুলো আগে থেকেই ছিল। এই সরকার ওগুলো মানে না। তাই একবার রিমাইন্ডার দেওয়া হয়েছে। প্ল্যানিংয়ের সময় কোন রাস্তা তৈরি হবে সেটা এমএলএ, এমপিদের মতামত নিয়ে করা প্রয়োজন। সাড়ে তিন বছর ধরে আমি এমপি। কিন্তু আমার মতামত নেয় না। রাস্তা হয়ে যাওয়ার পর গতবছর আমাকে একবার শুধু সার্কুলার দিয়েছিল। জেলাশাসক আমাকে পাঠিয়েছিল। ঠিক করেছি এই রাস্তা আমরা করব।”

পাশাপাশি তৃণমূল সরকারকে নিশানা করে দিলীপ ঘোষ এদিন কল্যাণীতে বলেন, পাবলিক আমাকে জিতিয়েছে। তুই ঠিক করার কে? তোর কি বাপের টাকা? তাই কেন্দ্র সরকার এদেরকে বারবার শর্ত দিচ্ছে। নয়তো টাকা বন্ধ করে দেব। ১০০ দিনের কাজের টাকা, পঞ্চায়েতের বিভিন্ন টাকা যেমন বন্ধ আছে এবার গ্রামীণ সড়ক যোজনার টাকাও বন্ধ হয়ে যাবে। তোমরা পারলে নিজেরা কর। কেন্দ্র তোমাদের লুট করার জন্য আর টাকা দেবে না। এছাড়াও কেন্দ্রীয় সরকারের রাস্তা তৈরির নীতি নিয়েও তিনি তৃণমূলকে এক হাত নিয়েছেন।

Road PTI j

দিলীপ ঘোষ বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সড়ক যোজনায় রাস্তা তৈরি হলে রাস্তার দু’ধারে ফল গাছ বসানোর নিয়ম। কিন্তু রাজ্য সরকার সেই নিয়ম মানছে না। পাশাপাশি, এদিন পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের বার্তাও দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সুদ সহ অনেক কিছু জমা হয়ে আছে। সব হিসাব দিয়ে যেতে হবে। পরিবর্তন হবেই হবে। এরপর জনসংযোগের লক্ষ্যে কল্যাণী দক্ষিণ চাঁদামারি এলাকা থেকে পদযাত্রার সূচনা করেন দিলীপ ঘোষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর