এলাহী আয়োজন! চিংড়ি, ভেটকি, কাতলা থেকে ফিশফ্রাই, আর কি কি থাকছে দিলীপের বিয়ের মেনুতে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর কিছুক্ষণ। তারপরই বাজবে বিয়ের বাজনা। শুক্রের সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাত্রী দক্ষিণ কলকাতায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিংকু মজুমদার (Rinku Majumdar)। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি তুঙ্গে। পাত্রী গিয়েছেন পার্লারে। আর দিলীপবাবুও ধুতি গেঞ্জি পরে রেডি। অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

‘দাবাং’ নেতা দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বর্তমানে চর্চার শেষ নেই। রাজনীতির আঙিনা থেকে এবার দিলীপকে দেখা যাবে সংসার ধর্ম পালন করতে। শুরু হচ্ছে জীবনের নয়া ইনিংস। দিলীপবাবুর নিউটাউনের বাড়িতে বসবে বিয়ের আসর। ঘরোয়াভাবেই গুটিকয়েক কাছের মানুষকে নিয়ে বিয়ে সারবেন বিজেপি নেতা। থাকবে কয়েকজন বন্ধু-বান্ধবও। বিকেল সাড়ে ৫টায় বিবাহের সময় বলে জানা গিয়েছে।

দিলীপ ঘোষের বিয়েতে জমজমাটি মেনু! Dilip Ghosh

‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ ঘোষের বিয়ের অনুষ্ঠানে কী মেনু (Weeding Menu) থাকবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। সবটাই কী নিরামিষ? নাকি আমিষ? মেনুতে কী কী থাকছে?‌ সূত্রের খবর, কলকাতার এক ক্যাটারিং সার্ভিসকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিথিদের জন্য আজ বিয়ের মেনুতে থাকছে সাদা ভাত, ডাল, সুক্ত, মাছ, মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, রসগোল্লা।

চিংড়ি, ভেটকি এবং কাতলা সহ নানান ধরণের মাছের আইটেম থাকছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, থাকছে ফিশফ্রাইও। আবার ভেজিটেরিয়ানদের কথা মাথায় রেখে থাকছে নানা ধরণের নিরামিষ পদও। তবে মাংস থাকবে কি না তা সঠিকভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে মায়ের ইচ্ছাতেই ৬০ পেরিয়ে বিয়ে করছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন: এবার OMR এর কার্বনকপি হাতে পাবেন পরীক্ষার্থীরা? নিয়োগে স্বচ্ছতা আনতে একগুচ্ছ বদলের প্রস্তাব SSC-র

সকালে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অন্য়ান্যরা ফুল নিয়ে দিলীপবাবুর নিউটাউনের বাড়িতে পৌঁছে যান। সেখানে বেশ কিছুক্ষণ থাকেন তাঁরা। পরে যান শমীক ভট্টাচার্যও। দিলীপ ঘোষকে শুভেচ্ছায় ভরিয়েছেন দলের নেতারা। বিরোধীরাও বাদ যায়নি। দিলীপ ঘোষের বাড়িতে ফুল, মিষ্টি ও কার্ড পাঠিয়ে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X