বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য-রাজনীতিতে এখন দিলীপ নামে তোলপাড়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু, এখনও বিতর্ক থামেনি। রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের (Dilip Ghosh) পদার্পণ। তারপর খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসি মুখে কথাও বলতে দেখা যায় বিজেপির (BJP) প্রাক্তন সভাপতিকে। সেই থেকেই শোরগোল পড়ে যায়।
তৃণমূলে যাচ্ছেন দিলীপবাবু? Dilip Ghosh
তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ! এমন খবরও সামনে আসতে থাকে। এবার সেই ইসুতেই মুখ খুললেন দিলীপ জায়া রিঙ্কু। সোমবার সস্ত্রীক ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে গ্রামের বাড়িতে যান দিলীপ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন নববধূ রিঙ্কু। তিঁনি বলেন, ‘জানি না, কারও হয়তো ব্যক্তিগত উদ্দেশ্যে আছে। ওনাকে হিংসা করে। রাজনৈতিক মহলে ভুল ধারনা তৈরির চেষ্টা চলছে’।
বিজেপি ছেড়ে তৃণমূলে দিলীপ ঘোষ? রিঙ্কু স্পষ্ট বলেন, ‘কোনওদিনই না। কোনওদিন সম্ভবই নয়’। এদিকে দিলীপকে নিয়ে দলের ভেতরেই আক্রমণ আপাতত বন্ধ হয়েছে। সূত্রের খবর, বঙ্গ বিজেপি-র তরফে দিলীপ ঘোষকে নিয়ে সব স্তরের নেতাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে সম্প্রতি।
আপাতত দিলীপ ঘোষ সংক্রান্ত যাবতীয় বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকার নির্দেশ এসেছে। বলা হয়েছে আপাতত এই বিষয় এড়িয়ে যাওয়া সব থেকে ভাল। আর যদি প্রতিক্রিয়া দিতেই হয়, তাহলে শুধুমাত্র বলবেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
ভিডিও দেখুন: https://youtu.be/AaX86_tUwDg?si=ycvBGxQ70CdDhk8h
রবিবারই শমীক ভট্টাচার্য বলেন, “যে যাঁর মনের মতো লিখতে পারে না। দল যা করার সেটা করবে। বিজেপি সংঘবদ্ধভাবেই ২০২৬ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরিয়ে দেবে। কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যাঁরা জয় জগন্নাথ দেখে হাত তুলে নৃত্য করছেন, আর ভাবছেন বিজেপি অন্তর্কলহে দীর্ণ, তাঁরা সকলে ভুল করছে। একটু অপেক্ষা করুন। পরিস্থিতি বদলাবে। যা হচ্ছে সেটা নিন্দনীয়। যে যত বড় নেতাই হোক না কেন, প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।”