বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে ফের দাবাং মুডে প্রাক্তন সাংসদ তথা বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গতকাল খড়গপুরে মহিলাকে ‘কুমন্তব্য’ করে বিতর্কে জড়িয়েছেন দিলীপবাবু। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল (Trinamool Congress)।
নিজের অবস্থানে অনড় দিলীপ- Dilip Ghosh
মহিলাদের অসম্মান করা হয়েছে, তাই দিলীপকে ক্ষমা চাইতে হবে, দাবি তুলে এদিন খড়গপুরে বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপি। যদিও সূত্রের খবর, ঘটনার সময় বাড়িতে ছিলেন না দিলীপবাবু।
নিজের বাড়ির সামনে শাসকদলের বিক্ষোভের খবর শুনে দিলীপ ঘোষ বলেন, “ওদের জানিয়ে আসা উচিত ছিল, ভাল ট্রিটমেন্ট করতাম।” প্রসঙ্গত, শুক্রবার নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়ে খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে এক মহিলার সঙ্গে তর্কা-তর্কিতে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ।
ভাইরাল ভিডিওতে দেখা যায় দিলীপ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকা মহিলাদের উদ্দেশে বলেন, ‘তোর বাপের কী’, ‘চোদ্দো পুরুষ’,’গলা টিপে দেব’। এমনকি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে ‘ঘেউ ঘেউ’, ‘কুকুর’ বলেও মন্তব্য করেন দিলীপ। এই নিয়েই শুরু হয় বিতর্ক। দিলীপের মন্তব্যের পাল্টা আসরে নামে তৃণমূল। যদিও এখনও নিজের অবস্থানে অনড় দিলীপ।
শুক্রবারের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন দিলীপ বলেন, দিলীপ ঘোষ কাউকে ভয় পাই না। আমি আর তার অনুগামীরাই যথেষ্ট! প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ নয়।” “কোনটা কুকথা, কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব। হেডলাইন করুন, এরপর যদি ওরা বাড়াবাড়ি করে তাহলে বাড়ি থেকে বের করে মারব নাহলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।” এখানেই শেষ নয়।
আরও পড়ুন: ‘জালি হিন্দুদের…’ মুসলিম নয়, এবার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ‘এদের’ বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর
দিলীপের সাফ হুঁশিয়ারি, “যারা ল্যাজ গুটিয়ে ঘরে বসে থাকে, চমকে দিলে প্রস্রাব করে ফেলবে, তাদের কাছ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে? আমাকে একদম বেশি ভদ্রলোকি দেখাতে আসবেন না!” পাশাপাশি গতকালের ঘটনা নিয়ে দিলীপ বলেন, “মেজাজ হারাইনি। মেজাজ ঠিক রেখেই বলছি। যা বলেছি, ঠিক বলেছি।”