বাংলাহান্ট ডেস্ক: বিগত কিছুদিন ধরে দাবাং মুডে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দীর্ঘ বিরতির পর রাজনীতিতে সক্রিয় হয়েই একের পর এক মৌখিক বিস্ফোরণ ঘটাচ্ছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। এবার ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ। বললেন, ‘মহিলাদের লেলিয়ে দিয়ে ছ্যাঁচড়া রাজনীতি করছে তৃণমূল। দিলীপের তোপ, ‘তৃণমূল মহিলাদের দিয়ে পার্টি অফিসে পিঠে বানায়।’
আর কী বললেন পদ্ম নেতা? Dilip Ghosh
এদিন তৃণমূলকে নিশানা করে দিলীপ বলেন, “এই ছ্যাঁচড়া রাজনীতি এবার বন্ধ হওয়া দরকার। যাকে-তাকে রাস্তায় নামিয়ে লেলিয়ে দেওয়া, এই ধরনের রাজনীতি বন্ধ করুন।” চলতে থাকা বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “কী কটূক্তি করেছি? কালকে তো ওই ওয়ার্ডে গিয়েই ধুয়ে দিয়ে এসেছি। প্রথম দিনই বলেছি বাড়ি থেকে টেনে বের করে পিটব। এখনও আমার দম আছে।”
এখানেই না থেমে দিলীপ আরও বলেন, “মহিলা কী পুরুষ… সে যদি রাস্তায় শুয়ে পড়ে। সকলের সামনে নাটক করেন। মহিলা বলছেন কেন? লিঙ্গ দেখে মহিলা? তৃণমূল ওদের ব্যবহার করে। মহিলাদের পিঠে বানানোর নাম করে পার্টি অফিসে রাতভর নিয়ে ফূর্তি করে। এরা মহিলাদের কথা কোন মুখে বলে।”
আক্রমণ করে তিনি বলেন, “এদের এক-একটা নেতার চরিত্র দেখুন কে কী করছে। বেলেল্লাপনা করতে পারে মহিলাদের নিয়ে।” শত বিতর্ক, বিক্ষোভের পরও তিনি তার জায়গা থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, গত শুক্রবার নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়ে খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে এক মহিলার সঙ্গে তর্কা-তর্কিতে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ।
ভাইরাল ভিডিওতে দেখা যায় দিলীপ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকা মহিলাদের উদ্দেশে বলেন, ‘তোর বাপের কী’, ‘চোদ্দো পুরুষ’,’গলা টিপে দেব’। এমনকি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে ‘ঘেউ ঘেউ’, ‘কুকুর’ বলেও মন্তব্য করেন দিলীপ। এই নিয়েই শুরু হয় বিতর্ক। দিলীপের মন্তব্যের পাল্টা আসরে নামে তৃণমূল। যদিও নিজের অবস্থানেই অনড় থাকেন দিলীপ। এবারেও সেটাই স্পষ্ট করলেন।
আরও পড়ুন: মহাকাশে এবার অপ্রতিরোধ্য হয়ে উঠবে ভারত! সবাইকে চমকে দিয়ে ISRO যা করল…..জানলে হবে গর্ব
দু’দিন আগে সেই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ বলেন, “দিলীপ ঘোষ কাউকে ভয় পাই না। আমি আর তার অনুগামীরাই যথেষ্ট! প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ নয়।”