স্কুলে চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে আত্মসাৎ লক্ষাধিক টাকা, বিজেপি নেতার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ

বাংলাহান্ট ডেস্ক : প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। এহেন চাঞ্চল্যকর অভিযোগ উঠল উদয়নারায়নপুরের এক বিজেপি নেতার বিরুদ্ধে। চাকরি বা টাকা কোনওটিই না পেয়ে শেষ অবধি রবিবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। ঘটনার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

উদয়নারায়নপুরের বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ার স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে এলাকায় একটি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষা ইন্সটিটিউট চালান। ঘটনার সূত্রপাত ২০১৫- ২০১৬ সাল নাগাদ। অভিযোগ, এলাকার একাধিক যুবক যুবতীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন তিনি। বদলে প্রাইমারি স্কুলে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

এরপর মাঝখানে কেটেছে অনেকগুলো বছর। সেই যুবক যুবতীরা না পেয়েছেন চাকরি না ফেরত পেয়েছেন তাঁদের টাকা। ফলে স্বভাবতই একটা সময় পর তাঁরা বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন তাঁরা। এরপর বার বার বিজেপি নেতার কাছে আবেদন করেন তাঁরা। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় শেষমেশ সেই টাকা ফেরত চান ওই যুবক যুবতীরা।

কিন্তু নগদের বদলে সেই টাকা চেকে ফেরত দেন সুমিতরঞ্জন কাঁড়ার। কিন্তু ব্যাঙ্কে জমা দেওয়ার পরই বাউন্স করে সেই চেক। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ওইসব যুবক যুবতীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা উদয়পুর আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। উল্লেখ্য, সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। একুশের বিধানসভা নির্বাচনে উদয়নারায়নপুরের এই বিজেপি প্রার্থীর দাবি, তাঁর ভাবমূর্তি খারাপ করার জন্য তৃণমূলই এসব চক্রান্ত করছে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর