বড় ধাক্কা! উপনির্বাচনের আগেই BJP ছেড়ে তৃণমূলে জন বার্লা? তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্ক : মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের মুখেই এবার বাংলায় অস্বস্তিতে বিজেপি। ভোটার মুখে এবার বড়সড় ভাঙনের  আশঙ্কা তৈরি হয়েছে পদ্মফুল শিবিরে। সৌজন্যে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার তৃণমূল (Trinamul Congress) শিবিরের যোগদানের জল্পনা। সোমবার রাতে তাঁর বাড়িতে তৃণমূল (Trinamul Congress) নেতাদের উপস্থিতি সেই জল্পনা আরও জোরালো করে দিয়েছে।

BJP ছেড়ে তৃণমূলে (Trinamul Congress) জন বার্লা?

এদিন জন বার্লার লক্ষীপাড়া চা বাগানের বাড়িতে আচমকাই হাজির হন তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামানিক ও তৃণমূলের (Trinamul Congress) জেলা মুখপাত্র দুলাল দেবনাথ। যা নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে ব্যাপক চাপানউতোর। তাহলে কি এবার ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেতে  চলেছে বঙ্গ বিজেপি দল ?

একদিকে আসন্ন নির্বাচনে বাংলা দখলের স্বপ্ন নিয়ে বিজেপি যখন রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ কর্মসূচি করে চলেছে  ঠিক তখনই এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লার  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। তবে তৃণমূল নেতৃত্বদের সাথে এই সাক্ষাৎ নিয়ে জন বার্লা অবশ্য বলেছেন এটা নাকি নেহাত সৌজন্য সাক্ষাৎকার।

আরও পড়ুন : সুইজারল্যান্ডের মস্তিষ্কপ্রসূত ‘‌সোলার ডোম’‌ ইকোপার্কে! কবে থেকে খুলছে প্রবেশদ্বার

তাঁর কথায়, ‘একসময় বিজেপির জেলা সভাপতি ছিলেন দীপেন প্রামানিক। তাঁর  সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়’। তবে বিজেপি নেতা মুখে একথা বললেও। তৃণমূলের অন্দরের খবর এদিন আলোচনা চলাকালীনই নাকি ফোনে দলের রাজ্য কমিটির কোন এক নেতার সঙ্গে বার্লার  কথা হয়েছে। প্রসঙ্গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে  টিকিট দেয় দল।

Trinamul Congress

সেসময় তাঁর পরিবর্তে প্রার্থী করা হয়েছিল  মনোজ টিগ্গাকে। এই ঘটনার পর থেকেই দলের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তখন থেকেই  বিজেপির সাথে দূরত্ব তৈরি হতে শুরু করে বার্লার।  তবে পদ্মফুল ছেড়ে ঘাসফুলে আসার জল্পনা বার্লা উড়িয়ে দেওয়া উড়িয়ে দিলেও  এখনই তা মানতে নারাজ রাজনৈতিক মহল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর