জম্মুকাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু বিজেপি নেতার, ভাইরাল হল হুমকির অডিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বুদগ্রামে রবিবার এক বিজেপি (Bharatiya Janata Party) নেতার উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই নিয়ে বিগত কয়েকদিনে বিজেপি নেতা আবদুল হামিদ নজরের (Abdul Hamid Nazar) উপর ৩ বার হামলা চালানো হল। রবিবার হামলার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। জীবন যুদ্ধে মৃত্যুর কাছে হার স্বীকার করলেন বিজেপি নেতা।

সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত বিজেপি নেতা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি ওবিসি জেলা সভাপতি আবদুল হামেদ রবিবার সকালে তাঁর নিরাপত্তা রক্ষীদের না জানিয়েই নিরাপদে থাকা ক্যাম্পাস থেকে তিনি মর্নিং ওয়াকে বেরিয়ে যান। রাস্তাতেই তাঁকে উদ্দ্যেশ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। খবর পেয়ে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, সোমবার সকালে তিনি মারা যান।

পদত্যাগের ভিডিও ভাইরাল
বিজেপি নেতার মৃত্যুর সাথে সাথে আরও বেশ কয়েকটি তথ্য সামনে এসেছে। মোহাম্মদ ভাট, বুদগামের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ পাড়ে এবং চর-এ-শরীফ এলাকার ইনচার্জ গোলাম মহিউদ্দিন শাহের পদত্যাগ স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হয়েছে হুমকি দেওয়ার অডিও
বিগত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতাদের উপর হামলার কথা প্রকাশ্যে এসেছে। একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে বিজেপি নেতাদের দলের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ ছিন্ন করার হুমকি দেওয়া হয়েছে। যে এই হুমকি দিয়েছে, সে নিজেকে একজন আতঙ্কবাদী বলেও দাবী করেছে।

X