বাংলা হান্ট ডেস্কঃ সংশোধিত ওয়াকফ আইনের (WAQF Act) বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। এর জেরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এবার সেই হিংসা-অশান্তির আবহেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ শানালেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় মমতাকে আক্রমণ করেন তিনি।
মমতাকে নিশানা করে কী কী বললেন মিঠুন (Mithun Chakraborty)?
ভারত জুড়ে সংশোধিত ওয়াকফ আইন কার্যকর হতেই প্রতিবাদের ঝড় উঠেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় এই আইন কার্যকর হবে না। এই নিয়ে ব্যঙ্গের সুর মিঠুন প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি এদেশের সংবিধানের ঊর্ধ্বে? ওনাকে এই অধিকার কে দিয়েছে?
সংশ্লিষ্ট সাক্ষাৎকারে প্রবীণ বিজেপি (BJP) নেতা দাবি করেন, বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘রাজ্যে সাম্প্রদায়িক হিংসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন, বিজেপি নয়। সম্প্রদায়কে বিভক্ত করার জন্য তারা কাজ করছেন। এখন বাঙালি হিন্দুরা গৃহহীন, ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছেন। তাঁদের কী দোষ?’
আরও পড়ুনঃ বাতিল ২৬০০০ চাকরি! এবার বড় হুমকি দিলেন আরও প্রায় ২০,০০০ শিক্ষক! তোলপাড় বাংলা
বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ কাণ্ডকে (Murshidabad Violence) ‘পূর্ব পরিকল্পিত’ বলে তোপ দাগেন। এই নিয়ে বিএসএফ, বিজেপি ও কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সুর চড়ান তিনি। মমতার অভিযোগ, ওপার বাংলা থেকে দুষ্কৃতীদের প্রবেশে নাকি সাহায্য করেছিল সীমান্তরক্ষা বাহিনী। এই নিয়ে পাল্টা দিয়েছেন মিঠুন।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন বিজেপি নেতা তথা এই অভিনেতা। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন মমতা। একইসঙ্গে তাঁর প্রশ্ন, এদেশের সংসদে পাশ হওয়া আইন কার্যকর না করতে দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছেন? তিনি কেবলমাত্র মুখ্যমন্ত্রী, ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে নন।
পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, বাংলায় এখন হিন্দু সম্প্রদায় একজোট হচ্ছে। সেই সঙ্গেই দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে বলেন, ‘তাদের এখন কিছুই বাঁচাতে পারবে না। হিন্দুরা তাদের খেলা বুঝে গিয়েছে’।
উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে চাকরি বাতিল, ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ সহ নানান ইস্যুতে সরগরম বাংলা। ইতিমধ্যেই এই নিয়ে শাসকদলকে মুহুর্মুহু আক্রমণ করছে বিরোধীরা। এবার যেমন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ওয়াকফ-অশান্তির আবহেই মমতাকে ঝাঁঝালো আক্রমণ করলেন বিজেপি নেতা।