তেরঙ্গা মিছিলে হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন বিজেপি সাংসদ, ২০ হাজারের চালান কাটল পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা মনোজ তওয়ারি (Manoj Tiwari) অবশেষে ক্ষমা চাইলেন। জানা যাচ্ছে, দিল্লির লাল কেল্লা এলাকায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক মিছিলে অংশ নেন মনোজ। কিন্তু দেখা যায় হেলমেট নেই তার মাথায়। দিল্লি ট্রাফিক কন্ট্রোল বোর্ড আইন অনুসারে ২০০০০ জরিমানা দায়ের করে মনোজ তিওয়ারির বিরুদ্ধে। গতকাল রাতে ট্যুইট করে হেলমেট না পরার জন্য ক্ষমা চান। তারই সঙ্গে ধার্য করা জরিমানাও তিনি দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশ জুড়েই চলছে ‘হর ঘর তিরঙ্গা’-এর প্রচার। এদিন দিল্লিতেও ছিল একটি বাইক মিছিল। উত্তর পূর্ব দিল্লির সাংসদ মনোজের শরীরে ধোপদুরস্ত পোষক থাকলেও অভাব ছিল হেলমেটের। আর সেই অপরাধেই এবার ২০০০০ টাকার চালান কাটল দিল্লি ট্রাফিক পুলিশ। গতকাল রাতে এই বিষয়ে ট্যুইট করেন মনোজ। তিনি লেখেন, ‘আজ হেলমেট না পরার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি চালানের জরিমানা জমা করে দেবো।’ এই ট্যুইটে তিনি ট্যাগ করেন দিল্লি ট্রাফিক পুলিশকেও। এর সঙ্গে সেদিনের একটি ছবি আপলোড করে তিনি লেখেন, ‘এই ছবি গাড়ির নম্বর পরিস্কার ভাবে দেখা যাচ্ছে। এলাকাটা ছিল দিল্লি কেল্লা। আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা দয়া করে হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না। আপনার পরিবার এবং বন্ধুদের আপনাকে দরকার।’

তবে এটাই প্রথম নয়। সম্প্রতি পশ্চিমবঙ্গেও ঘটেছে এই ঘটনা। হেলমেট ছাড়াই বাইক চালান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গ মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন পুলিশকে কেস করতে বলুন। আমরা বুঝে নেব। তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। এ মন্তব্যে বিজেপির রাজ্য সভাপতির দম্ভ প্রকাশ পাচ্ছে বলে অভিমত তাদের।

জানা যাচ্ছে, রবিবার বর্ধমানে সাংগঠনিক বৈঠক করতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুপুরে দলের জেলা কার্যালয়ে নেতা কর্মীদের সঙ্গে বৈঠকের পর হয় বাইক মিছিল। নিজে বাইক নিয়ে মিছিলের পুরভাগে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। বর্ধমানের ডি ভি সি মোড় থেকে জি টি রোড ধরে কার্জন গেট হয়ে স্টেশন পর্যন্ত এই বাইক মিছিল হয়। সেই মিছিলে অধিকাংশ নেতা কর্মীদের মাথায় ছিল না হেলমেট।

Sudipto

সম্পর্কিত খবর