সিন্ধিয়া অনেক বড় মাপের নেতা, ওনাকে বিজেপিত মন খুলে স্বাগত জানাই! জানালো বিজেপি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) রাজনৈতিক উথালপাতালের মধ্যে ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা নরোত্তম মিশ্রা বলেন, বরিষ্ঠ কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (jyotiraditya scindia) যদি বিজেপিতে যোগ দিতে চান, তাহলে ওনাকে খোলা মনে স্বাগত জানাই। সিন্ধিয়া অনেক বড় মাপের নেতা বলে জানান তিনি।

আরেকদিকে, কংগ্রেসের (Congress) বিধায়কদের ব্যাঙ্গালুরু যাওয়ার প্রশ্নে বিজেপির নেতা বলেন, ‘শত্রুদের কাছে আঘাত খেয়ে বন্ধুদের শহরে গেছেন, তাঁদের কে কে মেরেছে সেই কাহিনী পরে বলা যাবে।” কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে জড়িত প্রশ্নে বিজেপির নেতা বলেন, ‘ভারতীয় জনতা পার্টিতে সবাইকে খোলা মনে স্বাগত জানাই। আমরা মাটির সাথে যুক্ত কর্মীদের দলে নিই, সিন্ধিয়া জি অনেক বড় মাপের নেতা, ওনাকে নিশ্চিত রুপে আমরা স্বাগত জানাই।”

কংগ্রেসের বরিষ্ঠ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সমেত ওনার ২৭ জন সমর্থক বিধায়কের মোবাইল ফোন অফ হওয়ার পর রাজ্যের মন্ত্রীমণ্ডলের ২০ জন মন্ত্রী মুখ্যমন্ত্রী কমলনাথের উপর ভরসা করে এবং রাজ্যের সরকারকে বাঁচানোর জন্য পদত্যাগ করেন। মন্ত্রী মণ্ডলে মোট ২৮ জন মন্ত্রী আছেন, শোনা যাচ্ছে যে, আট জন মন্ত্রী যারা সিন্ধিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত তাঁরা পদত্যাগ করেন নি।

মধ্যেপ্রদেশের বন মন্ত্রী উমঙ্গ সিং বলেন, ‘মন্ত্রীমণ্ডলের বৈঠকে আমরা মুখ্যমন্ত্রীকে নিজেদের ইস্তফা দিয়ে দিয়েছি। এবার কমলনাথ স্যার নতুন করে মন্ত্রী মণ্ডল গঠন করবেন। আরেকদিকে ইস্তফা দেওয়া আরেক মন্ত্রী বলেন। আমরা মোট ২০ জন মন্ত্রী মুখ্যমন্ত্রী কমলনাথের কাছে ইস্তফা দিয়েছি।

X