বাংলা হান্ট ডেস্কঃ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর ২৪ ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত জারি এই নিষেধাজ্ঞা শেষ হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। যদিও, তিনি আজ দুপুরে পৌনে ১২টা নাগাদ গান্ধী মূর্তির পাদদেশে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ধরনায় বসেছিলেন। তবে তিনি সেখান থেকে কোনও বিবৃতি দেন নি আর কোনও মন্তব্য করেন নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই বিজেপির হাবড়ার প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ওনার বিরুদ্ধে এই অ্যাকশন নেয় কমিশন। কিন্তু কমিশনের নির্দেশ অমান্য করে আজ মঙ্গলবার একটি জনসভায় সটান হাজির হয়ে যান রাহুল সিনহা।
হাবড়ার বিজেপির প্রার্থী রাহুল সিনহা আজ হাবড়াতে বিজেপির একটি জনসভায় উপস্থিত ছিলেন। যদিও তিনি সাফাই দিয়ে বলেন, ওই জনসভা থেকে তিনি একটিও মন্তব্য করেন নি এবং জনতার কাছে ভোট চাননি। তিনি শুধু সেখানে উপস্থিত ছিলেন মাত্র।