বাংলা হান্ট ডেস্ক : উত্তর প্রদেশের রাজনীতি বারবার উঠে এসেছে ধর্মভিত্তিক এক সমীকরণ। কিন্তু যোগীর সরকারের আমলে অনেকাংশেই তা বিলুপ্ত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। কাশ্মীর এর 370 ধারা 35 এ নিয়ে যখন সরকারকে বারবার জবাবদিহি করতে হচ্ছে বিরোধি ও আন্তর্জাতিক মহলে তখন মুখ পিছলে একাধিক বিজেপি নেতা নানান আলটপকা মন্তব্য করেছেন। এবার সংবাদ শিরোনামে অপর এক নেতা।২০১৮–য় আরএসএস–এর ‘ঘর ওয়াপসি’ নীতির জন্য অভিযুক্ত হয়েছিলেন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি জোর করে মুসলিম এবং ক্রিশ্চানদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করেছেন। আরএসএস সদস্য তথা উত্তর প্রদেশের ধর্ম জাগরণ সমিতির প্রধান রাজেশ্বর সিং দাবি করেছেন, ‘২০১২–র ৩১ ডিসেম্বরের মধ্যে ভারত থেকে সব মুসলিম এবং খ্রিস্টানরা সম্পূর্ণ মুছে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলাম এবং ক্রিশ্চানিটি ভারত থেকে ২০২১–এর মধ্যে সমাপ্ত করে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আমাদের এই নীতি আমার সহকর্মীরা করেছেন।’ এর আগেও রাজেশ্বর দাবি করেছিলেন, ‘আমাদের লক্ষ্য ভারতকে ২০২১–র মধ্যে হিন্দু রাষ্ট্র তৈরি করা। মুসলিম এবং খ্রিস্টানদের কারও এই দেশে থাকার অধিকার নেই। তাই হয় তাদের ধর্মান্তরিত হতে হবে নয়তো এই দেশ ছেড়ে পালাতে হবে।’