সিপিএমের অশোকের বাড়িতে বিজেপির রাজু, দীপাবলিতে নতুন সমীকরণের ইঙ্গিত! তুঙ্গে জল্পনা

   

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন একের উপর এক দুর্নীতি ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে কালীপুজোর বিকেলে নয়া জল্পনার সাক্ষী থাকলো রাজ্য রাজনীতি। গতকাল বিকেলে সিপিএম (Cpim) নেতা অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) বাড়ি পৌঁছে যান বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। এক্ষেত্রে উভয়ের তরফ থেকে এটিকের ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’ বলা হলেও ইতিমধ্যেই নয়া সমীকরণের ইঙ্গিত মিলতে শুরু করেছে।

আচমকা কি কারণে প্রাক্তন সিপিএম বিধায়কের বাড়ি পৌঁছে গেলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ, জল্পনা তুঙ্গে। গোটা ঘটনা প্রসঙ্গে এ দিন রাজু বিস্তা বলেন, এক সময় মন্ত্রী, বিধায়ক এবং এলাকার মেয়র ছিলেন অশোক ভট্টাচার্য। ওঁনার নিষ্ঠা এবং অভিজ্ঞতার কথা সকলের জানা। দীপাবলীর দিন শুভেচ্ছা জানাতে ওঁর বাড়ি এসেছি। ওঁনার স্ত্রী মারা যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে। ৩০ তারিখ একটা অনুষ্ঠান রয়েছে। কিন্তু সেখানে আমি থাকতে পারবো না, সেটা জানিয়ে দিলাম।”

বিজেপি সাংসদ আরো বলেন, “অশোকদার সঙ্গে সাক্ষাতের সময় বাংলা এবং শিলিগুড়ি নিয়ে অনেক নতুন নতুন বিষয় জানতে পারি। আমার কাছে উনি অভিভাবকের মত। ওঁনার অভিজ্ঞতার থেকে আমার বয়স কম, তাই অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায়।”

অপরদিকে বিজেপি সাংসদের সঙ্গে দেখা মূলত ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’ বলে দাবি করেন প্রাক্তন সিপিএম বিধায়ক। তিনি বলেন, “দিওয়ালির শুভেচ্ছা জানানোর জন্য আমাদের বাড়ি এসেছিলেন। আসলে আমার স্ত্রী মারা যাওয়ার পর এক বছর হয়েছে, সেই উপলক্ষে অনুষ্ঠানে ওকে নিমন্ত্রণ করেছিল। সেখানে ও হাজির থাকতে পারবে না বলে জানিয়ে গেল।”

বিজেপি সাংসদের সঙ্গে কি কথা হলো অশোক ভট্টাচার্যের, এ বিষয়ে খোলসা করেন অশোক নিজেই। তিনি বলেন, “ওকে বলেছি, রাজনীতির পাশাপাশি অর্থনীতির দিকে নজর দেওয়া দরকার। দেশের পাশাপাশি বাংলাতেও তৃণমূল বিশেষ কিছু করছে না। সেই কারণে শিলিগুড়িতে অর্থনৈতিক ক্রমাগত তলানির দিকে।”

bjp cpim

গোটা ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক সৌজন্যের কথাই শোনা গিয়েছে শাসক নেতাদের তরফ থেকে। এদিন তৃণমূল চেয়ারম্যান (দার্জিলিং) অলোক চক্রবর্তী বলেন, “রাজনীতি নিজের স্থানে। তবে ভিন্ন দলের নেতাদের মধ্যে সৌজন্যতার পরিবেশ শিলিগুড়িতে বিরাজ করে। এক্ষেত্রে সেটাই হয়েছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর