বাংলা হান্ট ডেস্কঃ হেস্টিংসে বিজেপির (Bharatiya Janata party) সাংগঠনিক বৈঠকে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেতারা। উত্তেজনা থেকে হাতাহাতির ছড়িয়ে পড়ায় বিজেপির যুব নেতা রাজু সরকার (Raju Sarkar) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। প্রাপ্ত খবর অনুযায়ী, সোমবার হেস্টিংসে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এরপর একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেতারা।
আর এই উত্তেজনার মাঝেই রাজু সরকার নামের এক যুব নেতা আচমকাই অসুস্থ হয়ে পড়েন। রাজুকে তৎক্ষণাৎ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে রাজু সরকার নামের বিজেপির যুব নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। জানা গিয়েছে, রাজু সরকার যুব মোর্চার সহ-সভাপতি ছিলেন।