বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার তুলকালাম কলকাতা। বৃহস্পতিবারই বাংলা ‘স্তব্ধ’ করে দেওয়ার ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো শুরু হয়ে যায় প্রস্তুতি। তবে আজ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে শুরু করে। শ্যামবাজারে বিজেপি-পুলিশ ধস্তাধস্তির পর আটক করা হয় রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক।
রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) আটক করল পুলিশ!
সপ্তাহখানেক ধরে শিরোনামে রয়েছে আরজি কর কাণ্ড। তরুণী চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ-খুনের ঘটনায় ফুঁসছে গোটা বাংলা। এর প্রতিবাদে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। সেই অনুযায়ী শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নং গেটের সামনে মঞ্চ বাঁধা হয়। কিন্তু আজ সকালে দেখা যায় সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।
ফের ওই একই জায়গায় মঞ্চ বাঁধার কাজ শুরু হলে পুলিশি বাধার অভিযোগ ওঠে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য সহ পদ্ম শিবিরের (BJP) একাধিক নেতা নেত্রী। এরপর এক এক করে এসে পৌঁছন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রা।
আরও পড়ুনঃ CBI-এর জালে সন্দীপ! মাঝরাস্তা থেকে আটক আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, অবশেষে গ্রেফতার হবেন?
জানা যাচ্ছে, আজ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি বাড়তে থাকে। এরপর অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল সহ গেরুয়া শিবিরের বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে পুলিশ। তাঁদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ।
আটক হওয়ার পর রুদ্রনীল (Rudranil Ghosh) বলেন, ‘দলমত, ঝাণ্ডা ছাড়া রাস্তায় নেমে আসুন। বলপূর্বক একটা মেয়েকে মেরে তথ্যপ্রমাণ লোপাট করছে। লালবাজারে কত জায়গা রয়েছে? কতজনকে জেলে ভরবেন? গোটা পশ্চিমবঙ্গ এবার রাস্তায় নামবে’। সকলকে গর্জে ওঠার, রাস্তায় নামার, প্রতিবাদ করার ডাক দেন বিজেপি নেতা।