যাদবপুরের পড়ুয়াদের চিনে চলে যাওয়ার পরামর্শ দিলেন বিজেপি নেতা

বাংলা হান্ট ডেস্ক : বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ক্রমশই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংবাদমাধ্যমের সামনে চলে আসছে, সংবাদের শিরোনামে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর প্রায়ই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করেই স্থান পাচ্ছে। কয়েক দিন আগেই বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র হেনস্থার ঘটনায় নাম জড়িয়ে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক এ বার সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার চেষ্টার অভিযোগ ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে।

তাই তো এবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে এক হাত নিলেন রাজ্যের সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। এমনিতেই বরাবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে, বিশ্বপ্রিয় রায়চৌধুরী এ দিন সাংবাদিকদের সামনে বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করে নাকি রাজনীতি করার জন্য আসেন সেটা বোঝা মুশকিল।Jadavpur University

পাশাপাশি পড়ুয়াদের অতি বামপন্থী বলেও তকমা দেন তিনি এমনকি ভারতবর্ষের কোনও কিছুই তাদের ভালো লাগে না বলেও মন্তব্য করেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তাই ভারতের যখন কিছুই ভাল লাগে না তা হলে ভারতে না থেকে চিনে চলে যাওয়ার পরামর্শ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।

অন্য দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার জন্য রাজ্য রাজনীতিকেই দুষছেন রাজ্যপাল জগদীপ ধন কর। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাজ্য সরকার রাজনৈতিক আখড়া খানা বানিয়ে দিয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।


সম্পর্কিত খবর