‘ওয়াশিং মেশিনে কালো ঢোকাব, তিহাড় থেকে সাদা হয়ে বেরোবে’, মমতাকে খোঁচা সজলের

বাংলা হান্ট ডেস্কঃ আজ গোটা দেশের সাথে সমান তালে তাল মিলিয়ে রাজ্যজুড়েও পালিত হচ্ছে রামনবমী (Ram Navami)। বেরিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একই চিত্র। বৃহস্পতিবার সকালে হাওড়াতে রাম নবমী উপলক্ষে রামসেনার উদ্যোগে আয়োজিত হয় মহামিছিল। সেই মিছিলেই পা মেলান বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)।

তবে এদিন রামনবমীর মিছিল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাংলার মাটিতে চলতে থাকা দুর্নীতির জন্য দায়ী করে কাঠগড়ায় তোলেন। প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন, ‘মমতাকে ওয়াশিং মেশিনে কালো করে ঢুকিয়ে তিহাড় থেকে সাদা হয়ে বের করব’। হ্যা, ঠিক এই সুরেই এদিন মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন বিজেপি নেতা।

প্রসঙ্গত, বুধবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে যে নয়া স্লোগান তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই ওয়াশিং মেশিনের তত্ত্বের প্রেক্ষিতেই এদিন পাল্টা মমতাকে তোপ দাগেন সজল ঘোষ। তিনি বলেন, এতে কোনও চাপ নেই। ওনাকেও (মমতা) কালো করে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে তিহাড় জেল হয়ে সাদা করে বের করবেন তারা।

sajal ghosh bjp

এদিন সকাল সকাল রামনবমী উপলক্ষে হাওড়া মহানগর, রামসেনার উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মধ্য হাওড়ার খুরুট মোড় থেকে ওই শোভাযাত্রা শুরু হয়ে রামরাজাতলার রাম মন্দিরে এসে শেষ হয়। মিছিলে দেখা যায় রাম ভক্তদের ঢল। পাশাপাশি মিছিলে ছিলেন কলকাতা কর্পোরেশনের পৌরপিতা বিজেপি নেতা সজল ঘোষ, রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিং সহ বঙ্গ বিজেপির আরও অনেক নেতাকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ অর্থের দাবি নিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দুদিনের ধর্নার আজ শেষ দিন। বুধবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিরোধী ঐক্যের ডাকও দেন তিনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর