বাংলা হান্ট ডেস্ক : এদিন আরামবাগের একটি বেসরকারি হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন সায়ন্তন বসু। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ-সহ স্থানীয় নেতৃবৃন্দ। এই বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কিছু পুলিশকর্মী তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে সেই সমস্ত পুলিশকর্মীদের সুন্দরবনে নিয়ে গিয়ে বাঘকে দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করব।’
তিনি আরও বলেন, ‘আমি পুলিশ অফিসারদের সতর্ক করে দিচ্ছি। ভালো করে লিখে রেখে দিন, তৃণমূলের কথায় এখন বেশি নৃত্য করলে আমরা ক্ষমতায় এসে এমন নাচান নাচাব যে দুটো পা একসঙ্গে ফেলতে পারবেন না। একটা পা শূন্যে থাকবে।’
এর আগেও নানান সভায় বিতর্কিত মন্তব্য করেছেন সায়ন্তন বসু। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে সভা করতে এসে সায়ন্তন বসু মহিলাদের বলেন তারা যেন সঙ্গে লঙ্কা গুঁড়ো এবং দা-য়ে শান দিয়ে রাখেন যাতে এলাকায় পুলিশ এলে তার ব্যবহার করা হয়।
এর আগে কলকাতা থেকে ১৮০ কিলোমিটার দূরে বীরভূমের একটি জনসভায় বিজেপি নেতা কালোসোনা মণ্ডল বলেন, “তৃণমূল কংগ্রেস কর্মীদের কোনও ক্ষতি করবেন না। তা করলে আপনাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। আপনাদের বিরোধী পুলিশ, তৃণমূল নয়, তৃণমূলকে আক্রমণ না করে আপনারা যদি পুলিশকে আক্রমণ করেন, তাহলে কিছুই হবে না। পুলিশ খুবই দূর্নীতিগ্রস্ত।এরা কখনই বন্ধুদের বাঁচায় না”।