আমাদের একটা মারলে ওদের চারটে মারব! তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নির্বাচন আসার সাথে সাথে নেতাদের মধ্যে বাকযুদ্ধও শুরু হয়ে গিয়েছে। গতকাল ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পর বিজেপি এখন তৃণমূলের উপরে একের পর এক অভিযোগ করেই চলেছে। আর এরমধ্যে বঙ্গ বিজেপির নেতা সায়ন্তন বসু তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিখ্যাত বলিউড সিনেমা শোলের ডায়লগ বলেন। তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন, ওঁরা একটা মারলে আমরা চারটে মারব।

সায়ন্তন বসু বলেন, গতকাল রাতে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লী আবাসে কালি মাখানোর ঘটনা খুবই ছোট। আর এটা সবে শুরু, আগামী দিনে বড়সড় কিছু হবে। এছাড়াও বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের একটি পোস্টার সামনে এসেছে। সেখানে তিনি বদলার কথা বলেছেন। বাংলা বিজেপির সভাপতি দিলীপ ঘোষ নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘বদল হবে আর বদলাও হবে।”

বলে রাখি, গতকাল নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ তুঙ্গে। রাজ্যপালের তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রীকে গতকালের ঘটনা নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। আর সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে।

আর নাড্ডার উপর হামলার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহয়ের বাংলা সফরের খবর সামনে আসছে। এমাসের ১৯ আর ২০ তারিখ দুদিনের জন্য বাংলা সফরে থাকবেন অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফর ঘিরে জল্পনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ওইদিন বিজেপিতে বড়সড় যোগদান হতে পারে। শুভেন্দুকে নিয়েও হচ্ছে জল্পনা।


Koushik Dutta

সম্পর্কিত খবর