বাংলাহান্ট ডেস্কঃ নতুন বছরে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ লাভ করতে চলেছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। নতুন বছরে নতুন রূপে দেখা যাবে এই নব বিজেপি নেতাকে। সূত্রের খবর,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইচ্ছেতেই এই নতুন পদে যোগ দিচ্ছেন তিনি।
সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহের সভায় বিজেপিতে নাম লেখান শুভেন্দু অধিকারী। দলের একজন প্রথম সারির হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করায় ক্ষোভ বেড়েছে শাসক দলের অন্দরে।
বর্ষশেষে নতুন বছরের আগমনের পূর্বেই নতুন খবর এল বঙ্গ বিজেপিতে। নতুন পদ পেতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিয়েই কাঁধে নিতে চলেছেন এক গুরু দায়িত্ব। সূত্র মারফত জানা গিয়েছে, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হতে চলেছেন শুভেন্দু অধিকারী।
নতুন পদ দেওয়ার আগে শুভেন্দু অধিকারীকে ফোন করে তাঁর বায়োডেটা এবং নথিপত্র জোগাড় করতেও শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি আরও জানা গিয়েছে, কোন কেন্দ্রীয় মন্ত্রী যা যা সুবিধা পান, সেই সমস্তই দেওয়া হবে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অর্থাৎ শুভেন্দু অধিকারীকে।