বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিশগড়ের রায়পুর জেলায় দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতার ছেলে সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বোন রাখি উৎসব পালন করে ফেরার সময় এ ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। মন্দির হাসৌদ থানার অন্তর্গত ভানসোজ গ্রামের কাছে বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার সাথে জড়িত দশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়পুরের সিনিয়র পুলিশ সুপার প্রশান্ত আগরওয়াল বলেছেন যে ১৯ এবং ১৬ বছর বয়সী দুই বোন রাত ১ টার দিকে মন্দির হাসৌদ থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন, তারপরে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করে।
আগারওয়াল বলেছেন যে অভিযোগ অনুসারে নির্যাতিতা একটি মোটরসাইকেলে করে একজন ব্যক্তির সাথে তুমগাঁও থেকে রায়পুরে ফিরছিলেন, তখন ভানসোজ গ্রামের তিনজন অভিযুক্ত তাকে থামায়। তিনি বলেন, তিন আসামি তাদের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে, তারপর বাকি সাত আসামি চারটি মোটরসাইকেলে করে সেখানে আসে, এরপর তারা দুই বোনকে প্রধান সড়ক থেকে দূরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
সকল আসামী গ্রেফতারঃ অভিযুক্তরা নির্যাতিতাদের সঙ্গে থাকা ব্যক্তিকেও মারধর করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগরওয়াল বলেছেন, “ঘটনার বিষয়ে তথ্য পাওয়ার পর একটি পুলিশ দল গঠন করা হয়েছিল এবং অভিযুক্তদের বৈশিষ্ট্য এবং দুই বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালের মধ্যে দশজন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছিল।” তিনি বলেন যে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা এবং যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত বিজেপি নেতার ছেলেঃ পুলিশ আধিকারিক জানান যে গ্রেপ্তার হওয়া দশজনের মধ্যে পুনম ঠাকুর এই মামলার প্রধান অভিযুক্ত, সে অভ্যাসগত অপরাধী। এর আগে তার বিরুদ্ধে মন্দির হাসৌদ ও আড়ং থানায় পাঁচটি মামলা রয়েছে। তাকে হত্যা ও ধর্ষণের অভিযোগে ২০১৯ এবং ২০২২ সালে গ্রেপ্তার করা হয়েছিল। গত মাসে সে জামিনে কারাগার থেকে মুক্তি পান। পুলিশ জানিয়েছে, ঠাকুর মন্দির হাসৌদ বিজেপির আধিকারিক লক্ষ্মীনারায়ণ সিং ঠাকুরের ছেলে।