বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) দুর্নীতি মামলায় অবশেষে ইডির (Enforcement Directorate) জালে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এইদিন সকালে তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা বাংলায় আর এবার এ প্রসঙ্গে ইডি অফিসারদের জন্য পুজো দিলেন বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এমনকি, দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) গ্রেফতার করার দাবি জানালেন বিজেপি নেতা।
উল্লেখ্য, গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় ইডি অফিসাররা। পরবর্তীতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি নগদ অর্থ, মোবাইল ফোনের পাশাপাশি বিদেশি মুদ্রা এবং সোনা গয়না উদ্ধার করে তারা। এই ঘটনার সাথে এসএসসি দুর্নীতি এবং পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র থাকতে পারে বলেই অনুমান প্রকাশ করে ইডি। পরবর্তীতে অর্পিতা সহ তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই কলকাতার পরিবর্তে দিল্লি কিংবা ভুবনেশ্বরে পার্থকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর সামনে উঠে আসছে আর এর মাঝে ইডি অফিসারদের জন্য পুজো দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।
উল্লেখ্য, অতীতে একাধিক সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিতে দেখা যায় সৌমিত্রবাবুকে। এদিনও সেই ধারা বজায় রেখে এক বিশেষ পুজোর আয়োজন করেন তিনি। সেই পুজো চলাকালীন ভগবানের উদ্দেশ্যে সৌমিত্রবাবু প্রার্থনা পর্যন্ত করেন। তাঁর আবেদন, “ইডি অফিসারদের তুমি শক্তি দাও মা। যারা রামকৃষ্ণ, সারদা দেবী এবং মা কালীকে অপমান করেছে, তাদেরকে শাস্তি দাও। পার্থ চট্টোপাধ্যায় যেভাবে দুর্নীতি করে চলেছে, তাঁর যেন শাস্তি হয়। যাকে মা সারদার সাথে তুলনা করা হয়েছে, তাঁকেও যেন গ্রেফতার করা হয়।” উল্লেখ্য, কয়েকদিন পূর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা সারদা দেবীর তুলনা করেন এক তৃণমূল নেতা।
এদিন সৌমিত্র খাঁ-র আক্রমণের কেন্দ্রবিন্দুতে তৃণমূল নেতাকর্মী সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে ছিলেন, তা বলাবাহুল্য। তিনি বলেন, “মা তুমি দোষীদের শাস্তি দাও। তুমি প্রমাণ করে দাও যে, মা সারদা পৃথিবীতে একবারই জন্মান, বারবার নয়। যেভাবে এরা (তৃণমূল কংগ্রেস) চুরি করে চলেছে, তার বিরুদ্ধে যেন কঠোর শাস্তি হয়। যেভাবে এরা রামকৃষ্ণ থেকে শুরু করে সারদা মা, এমনকি ভগিনী নিবেদিতাকে অপমান করেছে, তার বিরুদ্ধে শাস্তি দাও তুমি। কালীঘাটে যার বিরুদ্ধে এত অভিযোগ, তাঁকেও যেন অ্যারেস্ট করা হয়। সিবিআইকেই শক্তি দাও মা।”
এভাবেই এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সৌমিত্র খাঁ।