বাংলা হান্ট ডেস্কঃ আজ সারা দেশজুড়ে ধুমধাম করে পালন করা হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এই সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখেই আরও একবার সংঘাতে জড়াল বিজেপি-তৃণমূল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগগুলি নিয়ে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করেছিলেন।
‘লক্ষ্মীর ভান্ডার’ ট্যাবলো দেখে কি বললেন সুকান্ত (Sukanta Majumdar)?
কেন্দ্রীয় মন্ত্রী (Sukanta Majumdar) সেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে লিখেছেন, ‘এই হল নতুন বোতলে পুরনো মদ’। প্রসঙ্গত ২০২১ সালে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসেও অংশগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ। সেখানেও রাজ্য সরকারের ট্যাবলোতে দেখা গিয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ২০২৫- এও ধরা পড়ল সেই একই ছবি।
কটাক্ষ করে বিজেপি নেতা (Sukanta Majumdar) এদিন আরও লিখেছিলেন, ‘রাজ্যের শিল্পায়নের অভাবে আইন শৃঙ্খলা রসাতলে গিয়েছে। জাতীয় মঞ্চে এই পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া আরও কিছু তো প্রত্যাশা করা যেতে পারে।’ তারপরে পাল্টা কটাক্ষ করে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলে বসেন ‘সুকান্ত মজুমদার বেশি মদ খান তাই সবদিকে মদ দেখছেন।’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এইভাবে প্রকাশ্যে নিশানা করায় জোর বিতর্ক বেঁধে গিয়েছে।
আরও পড়ুন: ‘আপনাদের জন্যই আপনাদের মেয়ের ধর্ষক…’ তিলোত্তমার বাবা-মাকে বেলাগাম আক্রমণ কুণালের
তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন এবার রাজ্যের লক্ষ্য হবে ‘শিল্প’। যদিও বিধানসভা ভোটের পর লোকসভা ভোটে দেখা গিয়েছিল এক অন্য সমীকরণ। ভোটের প্রচারে এসে বিরোধীদলের শীর্ষ নেতৃত্বদের মুখেও শোনা যায় লক্ষ্মীর ভান্ডারের কথা। বলা হয়েছিল ভোটে জিতলে তৃণমূল সরকারের থেকেও অনেক বেশি টাকা দেবে বিরোধী দলের সরকার।
ফলাফল ঘোষণা হতেই দেখা যায় এবারেও বাংলায় কার্যত মুখ থুবড়ে পড়ে বিরোধী শিবির। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আরও একবার ওঠে সবুজ ঝড়। ভোট বিশ্লেষণের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে লক্ষ্মীর ভান্ডার। শুধু তাই নয় মহারাষ্ট্রের বিরোধী জোটের ইস্তেহারে মহিলাদের ৩০০০ টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করা হয়। নাম দেওয়া হয় মহালক্ষ্মী যোজনা।