শুভেন্দুকে ‘খোঁচা’ সুকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। এখন থেকেই জোরকদমে চলছে তারই প্রস্তুতি। তার আগে এই মুহূর্তে বাংলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নতুন করে জোর দিয়েছে বিজেপি। একইসাথে জোর দেওয়া হচ্ছে সদস্য সংগ্রহ থেকে মণ্ডল কমিটির মতো একেবারে তৃণমূল স্তরের শক্তি বৃদ্ধিতে। এই আবহে চর্চায় উঠে এসেছে বিজেপির সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিকে কেন্দ্র করে সুকান্ত মজুমদারের করা ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

‘ব্যস্ততম নেতা’ বলে শুভেন্দুকে খোঁচা সুকান্তর (Sukanta Majumdar)

মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল-সহ অন্য পদাধিকারীদের নিয়ে বড় বৈঠকে বসেছিলেন বঙ্গ বিজেপির নেতারা। সেখানে উপস্থিত  ছিলেন বিজেপির সব তাবড় নেতারা। কিন্তু দেখা যায়নি বঙ্গ বিজেপির বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীকে। তারপরেই এদিন বিজেপির ওই সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুপস্থিতি নিয়ে রীতিমতো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

শুভেন্দুকে ‘ব্যস্ততম নেতা’ বলে আখ্যা দিয়ে এদিন তিনি বললেন, ‘এখন শুধু নয়, আগেও উনি আসতেন না। উনি ব্যস্ততম নেতা।’ সাংবাদিক বৈঠকে এপ্রসঙ্গে সুকান্তবাবু (Sukanta Majumdar) এদিন বললেন, ‘সাংগঠনিক বৈঠকে বিরোধী দলনেতার ডাক তো সবসময় থাকে না। আমরা তাঁকে নিয়ে আলাদা করে বসি। শুধু এখন নয়, উনি আগেও আসতেন না।’

আরও পড়ুন: আর পালাবার পথ নেই সঞ্জয়ের! আজই সুপ্রিম কোর্টে সব ‘ফাঁস’ করবেন আইনজীবী করুণা নন্দী

অভিজ্ঞ এই বিজেপি নেতা (Sukanta Majumdar) এদিন আরও দাবি করেছেন এই ধরনের বৈঠকে নাকি শুভেন্দু অধিকারী আসতে বিশেষ স্বচ্ছন্দ্য বোধ করেন না। এই কথা প্রসঙ্গেই আচমকা টেনে আনলেন বিরোধী দলনেতার ব্যস্ততার প্রসঙ্গও।

Sukanta Majumdar

বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই সুকান্ত মজুমদার এদিন বললেন, ‘উনি সাংগঠনিক বৈঠকে কমফোর্ট ফিল করেন না। কারণ, আমাদের সাংগঠনিক প্রক্রিয়াটা অনেক দীর্ঘ হয়। অনেক প্রোগ্রাম থাকে ওনার। উনি তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা। স্বাভাবিকভাবেই তাঁকে অনেক জায়গায় ঘুরতে হয়। উনি সময় পাবেন কোথায়!’ সুকান্ত মজুমদারের এই মন্তব্য সামনে আসতেই এই মুহূর্তে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর