বাংলা হান্ট ডেস্কঃ ভারতে একের পর এক জঙ্গী প্রবেশ নিয়ে এবার মমতাকে (Mamata Banerjee) বিঁধলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশের একাধিক জঙ্গি। অভিযোগ উঠছে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শতাধিক জঙ্গি। তারাই সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে এসে নাশকতার জাল বিছাতে শুরু করেছে।
মমতাকে (Mamata Banerjee) কটাক্ষ করে এ কি বললেন সুকান্ত মজুমদার?
গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই ভিন রাজ্যের পুলিশের অভিযানে পশ্চিমবঙ্গ থেকেও একাধিক জঙ্গি গ্রেফতার হয়েছে। আসাম পুলিশের অভিযানে কেরালা থেকে কদিন আগেই গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের আল কায়দার শাখা সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য শাদ রাদি। এই জঙ্গি এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই জঙ্গি সংগঠনের আরো ৭ সদস্যকে। তাদের মধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশী জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিদ্রুপ করে বেলাগাম আক্রমণ করলেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সুকান্ত মজুমদার। কোনো রাখঢাক না রেখেই বিজেপি নেতা এদিন বলেছেন সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের জঙ্গিদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে দিতেই নাকি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বেশি রাতেও নো টেনশন! বড়দিন উপলক্ষ্যে বিরাট পদক্ষেপ কলকাতা মেট্রোর
সোমবার উত্তরবঙ্গে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন সুকান্তবাবু। সেখানেই বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা জঙ্গি এক্সপোর্ট করছি। আর এটা একটা বিরাট ব্যাপার। এগিয়ে বাংলা মডেলে সফলতা অর্জন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এখন শুধুমাত্র ক্যানিংয়েই কিন্তু কাশ্মীরের জঙ্গি পাওয়া যাচ্ছে না, পশ্চিমবঙ্গের একাধিক সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে দিতে অক্লান্ত পরিশ্রম করছে তৃণমূল কংগ্রেস। অক্লান্ত পরিশ্রম করছেন মাননীয়া মুখ্যমন্ত্রীও।’
এখানেই শেষ নয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করেও সুকান্তবাবু এদিন আরও বলেন, ‘ভারতের লাভ হবে এমন সব বিষয়েই বিরোধিতা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই স্বাভাবিক। এই কারণেই তিনি এক দেশ, এক ভোট নীতিতে বিরোধিতা করছেন। বিরোধিতা করেছেন NRC-তেও, CAA-তেও বিরোধিতা করেছে। এসব নতুন কিছু নয়। অভ্যস্থ হয়ে গেছি আমরা।’