এক সপ্তাহে তিন দফায় বঙ্গ সফরে নরেন্দ্র মোদী, কোথায় কোথায় সভা? জানাল বিজেপি

বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র আর কয়েকটা মাস। তারপরেই শুরু হবে ভোট উৎসব। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ না হলেও সমস্ত রাজনৈতিক দলই তাদের নিজ নিজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বঙ্গ সফরকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার মাঝেই বিষ্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

সূত্রের খবর, আগামী ৬ মার্চ উত্তর চব্বিশ পরগনায় একটি মহিলা সমাবেশে ভাষণ দিতে পারেন নরেন্দ্র মোদী। সেখানে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী। অর্থাৎ নমোর সভা মঞ্চে হাজির করা হতে পারে গ্রামের হিন্দু মহিলাদের। মূল মঞ্চের মাঝে তাদের জন্য আলাদা মঞ্চ তৈরি করা হবে বলে খবর। সেখানেই মহিলারা তাদের মুখ ঢেকে বসতে পারবেন।

এর আগে সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তাঁরা দেখা করতে চান, তাহলে আমরা দেখা করাব। তাঁদের ইচ্ছের উপর নির্ভর করছে।’ আর এবার একটি ভিডিও বার্তায় তিনি জানালেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাবিত জনসভা ১ মার্চ আরামবাগ জেলায় অনুষ্ঠিত হবে। ২ মার্চ কৃষ্ণনগরে তার সভা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি দুটি জনসভাতেই ভাষণ দেবেন এবং কয়েকটি প্রকল্পও জনগণের জন্য উৎসর্গ করবেন।’

আরও পড়ুন : দক্ষিণবঙ্গে ‘অশনি’ সংকেত! ৭২ ঘণ্টা কাঁপিয়ে ঝড়বৃষ্টি জেলায় জেলায়, IMD-র ভয়ঙ্কর রিপোর্ট

প্রসঙ্গত উল্লেখ্য, আজ প্রায় ৫০ দিনেরও বেশি সময় ধরে উত্তপ্ত সন্দেশখালির রাজনৈতিক মহল। তৃণমূল নেতা শেখ শাহজাহান ফেরার হতেই অভিযোগের ঝাঁপি খুলে রাস্তায় নেমেছে এলাকার হিন্দু মহিলারা। শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেপ্তার হলেও এখনও ফেরার ঘটনার নেপথ্য নায়ক শেখ শাহজাহান। গতকালকেই তার ভাই সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ গ্রামবাসীরা।

আরও পড়ুন : পরকীয়া থেকে সমকামীতা, শাহরুখের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ! জবাব দিলেন বাদশার ঘনিষ্ঠ বন্ধু

107948070

তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। মারধোর, জোর জুলুমের পাশাপাশি ১০০ দিনের টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ জোরালো হতেই সন্দেশখালির নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের মানুষদের হয়ে গলা ফাটাচ্ছে বঙ্গ বিজেপি। শাসকদলের নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। এমন একটা পরিস্থিতিতে মোদীর বঙ্গ সফর যে বেশ তাৎপর্যপূর্ণ সেকথা বলাই বাহুল্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর