বাংলায় BJP ক্ষমতায় আসলে কী কী ফ্রি মিলবে? গেরুয়া শিবিরের বড় প্রতিশ্রুতি

বাংলা হান্ট ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী বছর এই সময় বিধানসভা নির্বাচন। তার আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে সব পক্ষ। এরই মধ্যে বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল হলদিয়ার ‘দলবদলু’ তাপসীর মণ্ডলের এলাকাতেই সভা করেন শুভেন্দু। সেখান থেকই বিরোধী দলনেতা বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে হাতে – পায়ে ধরে টাটাকে ফেরানো হবে।

শুভেন্দুরর প্রতিশ্রুতি-Suvendu Adhikari

“যোগীর মতো সুশাসন – সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের – দিদিদের – বোনেদের ১ হাজার টাকা নয়, ৩ হাজার টাকা দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। ১ লাখ ২০র বাড়ি নয়, ৩ লাখের বাড়ি দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পাইপের জল, সব বাড়িতে শৌচালয়, প্রতি বছর SSC, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত।” বললেন শুভেন্দু।

এখানেই শেষ নয়, শুভেন্দু আরও বলেন, “৫১টা কর্মবিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা। সেই তালা খুলবে বিজেপি। হাতে – পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা। বাংলায় গুজরাতের মতো শিল্পের জোয়ার।” রোহিঙ্গা বাবু, অসমের মতো চুলের মুঠি ধরো, কাঁটাতারের ওপারে ফেলো ভরা সভা থেকে বলেন শুভেন্দু।

আরও পড়ুন: সুরের জাদুতে তুড়িতে বদলে দেন মাঠের পরিবেশ, IPL উদ্বোধনীতে কত পারিশ্রমিক নিলেন শ্রেয়া?

BJP MLA Suvendu Adhikari shares an incident after WB Assembly Elections 2021

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আবহাওয়ার ইউ টার্ন! ২৪ ঘণ্টায় বিরাট বদল, এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “এবারের ভোটে তৃণমূল যদি লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে, মুসলিমদের জুটিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক-ওদিক করে জিতে যায়। তাহলে বাংলাদেশের মত এই অবস্থা হবে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর