‘হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই’! বিজেপির মিছিল থেকে বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ধরে ধরে বাদ দেওয়া হচ্ছে হিন্দুদের। এই অভিযোগকে সামনে রেখে এবার প্রতিবাদে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। প্রথমে এই ‘ভুয়ো ভোটার’ ইস্যুকে সামনে রেখে মিছিল করতে চেয়ে রাজ্যের কাছে অনুমতি চেয়েছিলেন তাঁরা। কিন্তু অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে শুরু করে কৌস্তভ বাগচীর মতো বিজেপি নেতারা। অবশেষে আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি পেয়েছে বিজেপি।

ভুয়ো ভোটার ইস্যুতে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর (Suvendu Adhikari)

আদালতের নির্দেশ মিলতেই ময়দানে নেমে পড়েছিলেন রাজ্যের রাজ্য বিজেপির (BJP) নেতৃত্বরা। কলকাতার রাজপথে বিজেপির ওই মিছিল থেকেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরব হয়েছিলেন হিন্দু ভোটারদের বাদ দেওয়ার ইস্যুতে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি সরাসরি কাঠগড়ায় তুলে শুভেন্দুর  অভিযোগ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন। অথচ এরা সকলেই মনে প্রাণে বাঙালি।’

আরও পড়ুন: ‘রটিয়ে দিল আমি নাকি…!’ পদত্যাগ নিয়ে এ কি বলেলন মমতা? তোলপাড় রাজ্য

বিরোধী দলনেতা এরপর জায়গা ধরে জানিয়েছেন টার্গেট করা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া, আসানসোল,শিলিগুড়ি,খড়গপুর,কলকাতা পোর্ট এরিয়া সহ সেই সমস্ত জায়গা যেখানে হিন্দিবাসী বাঙালিরা থাকেন। একইসাথে শুভেন্দুর অভিযোগ, টার্গেট করা হয়েছে, ‘এক কাপড়ে যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাঁদেরও।’

Suvendu Adhikari

বিজেপি নেতার কথায়, ‘যাঁরা এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তাঁদের। বর্ডার এলাকার ভোটারদের টার্গেট করছে। যাঁরা উদবাস্তু হয়েছেন ধর্মীয় কারণে, তাঁদের নাম কাটার জন্য এরা তৈরি।’ তারপরেই তিনি জানিয়েছেন, ‘আমরা তথ্য দিয়েছি, কৃষ্ণনগরের বিডিও ৯৮ জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে নোটিস দিয়েছেন। কার কথায় জানেন? রহিম শেখ তৃণমূলের নেতা তিনি প্যাডে অভিযোগ করেছেন। বিডিও তাড়াহুড়ো করে, তৃণমূলের পা চাটতে গিয়ে নিজের মেয়েকেও নোটিস করেছেন।’ এমনকি মতুয়া সমাজের ভোটার, নমঃশুদ্রদের-ও  ধরে নোটিস দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু।

তবে সবশেষে হিন্দিভাষীদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটা নাম যদি কাটে, ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে কোর্ট পর্যন্ত লড়বে।’ একইসাথে তিনি জানিয়েছেন,২৮ তারিখের সিও ইনচার্জ সকল রাজনৈতিক দল নিয়ে মিটিং ডেকেছিলেন। অতিসক্রিয়তায় নিজের ভুলের কথা নাকি তিনি স্বীকার করে নিয়েছেন।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X