বাংলা হান্ট ডেস্কঃ লোকসভার (Loksabha Vote) টিকিট না মিলতে গতকালই বিদ্রোহী মেজাজে ধরা দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh)। ‘তৃণমূল টিকিট দেবে বলে এনেছিল। পাবনা জানলে ফিরতামই না।’ গোসাঁ করে এমন মন্তব্যও শোনা গিয়েছে অর্জুনের গলায়। টিকিট না দেওয়ায় প্রথমে হতাশ আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের অর্জুন। বিক্ষোভ দেখাতে শুরু করেছে তার অনুগামীরাও। অর্জুন ফের বিজেপিতে ফিরে যেতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতেই এবার অর্জুন সিংকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রবিবার ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর সেদিনই এক সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, ‘অর্জুন সিং-কে কোনো দিনই ওরা বিশ্বাস করেনা আমরা জানি। তিনি যে এই দুবছর গেছেন, ব্যারাকপুরের বিজেপি কর্মীদের কখনও উত্তপ্ত বা আক্রমণ করেননি। তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং, কখনও বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো।’
এরপরই বিস্ফোরক দাবি করে শুভেন্দু বলেন, ‘দ্রৌপদী মুর্মু… পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ৩৪ জন এমপি (সাংসদ) ভোট দিয়েছিলেন। একটাও বিজেপির সাংসদ ছিলেন না। বিজেপির সাংসদরা দিল্লিতে ভোট দিয়েছিলেন। কিন্তু এখানে ২টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল।’
শুভেন্দু বলেন, ‘আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গেও ছিল। তিনি কী করবেন আমি জানি না। আমাদের রাষ্ট্র নেতারা কী করবেন আমি জানি না।’ অর্জুন সিং ফের পদ্ম শিবিরে ফিরবেন কি না, ফিরতে চাইলেও বিজেপি তাকে গ্রহণ করবে কি না, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কোনো মন্তব্য করতে চান নি শুভেন্দু।
আরও পড়ুন: দিদির ডাকে ব্রিগেড ছুটে এলেও আর ফেরা হল না বাড়ি! রাস্তাতেই লুটিয়ে পড়লেন আতুয়াল, সব শেষ…
শুভেন্দু বলেন, ‘অর্জুন সিং কী সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কি না, এটা কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়, এখানে আমার কিছু বলার নেই।’ তবে কি ফের বিজেপির পথে ব্যারাকপুরের বর্তমান সাংসদ? গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য এই জল্পনাই আরও খানিকটা উস্কে দিয়েছে। ওদিকে সোমবার সকাল থেকেই অর্জুনের বাড়িতে তার অনুগামীরা ভীড় করতে শুরু করেছেন। আজ সোমবার দুপুরেই অর্জুন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলেও খবর মিলছে।