DA ক্ষোভের মাঝেই মমতার বিরুদ্ধে ‘বোনাস বিভাজনের’ অভিযোগ! বিরাট তথ্য ‘ফাঁস’ করলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে ‘এক চাকরি, এক বোনাসে’র দাবিতে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি নেতার দাবি, দুর্গাপুজো এবং ঈদের বোনাস নিয়ে ‘বিভাজন’ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। এর নিয়েই সরব হয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু। সেখানে সরকারি বিজ্ঞপ্তি এবং দু’টি অ্যাকাউন্টে টাকা প্রাপ্তির মেসেজের স্ক্রিনশট তুলে ধরেন বিজেপি নেতা। সেগুলি শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, ‘আমি এক চাকরি, এক বোনাসের দাবি জানাচ্ছি। দুর্গাপুজোর সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) ৫,৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের ২,০০০ টাকা দেওয়া হয়’।

ঈদের বোনাসের ক্ষেত্রেও ‘বিভাজন’ (Bonus Discrimination) করা হয় বলে দাবি করেছেন শুভেন্দু। বিজেপি (BJP) নেতা লেখেন, ‘ঈদ-উল-ফিতরের সময়ও কিছু কিছু জেলার ৫,৩০০ টাকা বোনাস দেওয়া হয়। আর কিছু কিছু জেলায় ২,০০০ টাকা দেওয়া হয়’। এই বিভাজন কেন থাকবে? প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ ইদের অনুষ্ঠানে ‘অর্জুন সিং জিন্দাবাদ’ শুনে কাঁচুমাচু পার্থ! তারপরই যা হল…তুমুল ভাইরাল ভিডিও

শুভেন্দু লেখেন, ‘প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের কাজের এক বিবরণ থাকে এবং তাঁদের দায়িত্বও সমান থাকে। তাহলে তাঁদের বোনাসের ক্ষেত্রে কেন বিভাজন করা হবে?’ নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের স্বরাষ্ট্রসচিককে ট্যাগ করে এই বিভাজনের অবসান ঘটানোর আর্জি জানিয়েছেন বিজেপি নেতা। ‘উৎসবের সময় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করা প্রত্যেক ভাই-বোনকে সমান বোনাস দেওয়া হোক’, লেখেন তিনি।

এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, দুর্গাপুজো কিংবা ঈদের সময় সিভিক ভলেন্টিয়ারদের বোনাসে এই বৈষম্যের বিষয়টি বিস্ময়কর। পুজোর সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা ৫,৩০০ টাকা বোনাস পান। অন্যদিকে তাঁদের অর্ধেকেরও কম টাকা দেওয়া হোক পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের।

suvendu adhikari

রাজ্য প্রশাসন যখন দক্ষিণ কলকাতা থেকে পরিচালিত হয়, তখন বাকি রাজ্য অস্পষ্ট দেখায়। বোনাসের ক্ষেত্রে এই বৈষম্যের অবসান ঘটিয়ে তাই ‘এক চাকরি, এক বোনাসে’র দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। উৎসবের সময় যাতে রাজ্যের সকল সিভিক ভলেন্টিয়াররা সমান বোনাস পান, সেই দাবি তুলেছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর