লোকসভায় ৩৬ টা আসন BJP-কে দিন! ৩ মাসের মধ্যে TMC-র সরকার ফেলে দেব’ : মানুষের কাছে আবেদন শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েতের আগে ফের ফিরে এলো শুভেন্দুর ডেডলাইন! বুধবার পটাশপুরে বিশাল জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখান থেকেই তৃণমূলকে (Trinamool Congress) জোর নিশানা করেন নেতা। শুধু তাই নয় ডিসেম্বরের পর জুনের শেষ সপ্তাহে আবারও শিশির পুত্রের মুখে শোনা গেল নয়া ‘ডেডলাইন’।

এদিন পটাশপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারকে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন নন্দীগ্রামের বিধায়ক। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘গত লোকসভায় বিজেপি ১৮ টি আসন পায়। এবার আপনারা আসন সংখ্যা দ্বিগুণ করে ৩৬টি আসন দিন। কথা দিচ্ছি, লোকসভার ফলাফল প্রকাশের পর ৩ মাসের মধ্য তৃণমূল সরকারের পতন ঘটাব।’

শুধু তাই নয়, শুভেন্দুর আরও দাবি, এ রাজ্যের মানুষ তৃণমূল ও মমতা সরকারের পাশে নেই। এদিন পঞ্চায়েতকে চোরমুক্ত করবেন বলে অঙ্গীকার নেন বিজেপি বিধায়ক। এদিন ফের ভরা সভায় দাঁড়িয়ে ‘চোর ধরো’ স্লোগান তোলেন শুভেন্দু।

mamata suvendu wb

তৃণমূলকে কড়া আক্রমণ করে তিঁনি আরও বলেন, “২০১১-র আগে বদলা নয়, বদল চাই-এর স্লোগান তুলেছিলেন। চাকরি দেবেন বলেছিলেন, কিছুই হয়নি। শিল্প আসেনি, একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে। এসএসসি, পিএসসি-র পরীক্ষা তুলে দিয়েছে। দোকান খুলে চাকরি বেচা হয়েছে। পার্থ-অপা সিন্ডিকেট ধরা পড়েছে। এরা চাকরি চোর।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে ডিসেম্বর ডেডলাইন শোনা গিয়েছিল বিরোধী দলনেতার গলায়। ১২,১৪,২১! এই ছিল শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইনের (December Deadline) ৩ দিন। শুভেন্দু বলেছিলেন ডিসেম্বরেই দেউলিয়া হবে রাজ্য সরকার। তবে এই তারিখ গুলোই সেই সময় পাল্টা ভারী পড়েছিল খোদ বিরোধী দলনেতার ওপর। সেই নিয়েও রাজনৈতিক তরজা কম হয়নি। আর এবার পঞ্চায়েতের পূর্বে ফের রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর