বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ অশান্তির পর সম্প্রতি মুর্শিদাবাদে (Murshidabad) গিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি ‘ক্ষতিগ্রস্তদের’ হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিয়েছেন মমতা। এই ইস্যুতে আগেই বিরোধী দলনেতা জোর গলায় দাবি করেছিলেন, যাদের মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য প্রদান করেছেন তাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত নন। এবারেও শুভেন্দুর (Suvendu Adhikari) মুখে একই কথা শোনা গেল।
সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
সোমবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু একাধিক ইস্যুতে মমতা সরকারকে তোপ দাগেন। প্রথমেই তার কথায় উঠে আসে মুর্শিদাবাদ প্রসঙ্গ। বলেন, ‘গত ১১ এবং ১২ এপ্রিল মুর্শিদাবাদের ধুলিয়ান সামসেরগঞ্জে হিন্দু শূন্য করে দেওয়ার জন্য যে পরিকল্পিত, সংগঠিত সন্ত্রাস, অগ্নিসংযোগ, হত্যালীলা, লুঠ, এবং হাজার হাজার হিন্দুকে ঘরবাড়ি ছেড়ে পলায়ন হতে বাধ্য করা হয়েছে। এবং প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতার পুলিশ ভ্যানিস হয়ে গিয়েছে…’
শুভেন্দুর কথায়, ‘এই ঘটনার অনেক পরে মাননীয়া মুখ্যমন্ত্রী তিনি কালচালারাল সেন্টার উদ্বোধনের জন্য ব্যস্ত ছিলেন এরফলে তিনি ৫ তারিখে হেলিকপ্টার যোগে বহরমপুরপুরে পৌঁছান, এবং তিনি যাওয়ার আগেই হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার কলকাতা হাইকোর্টে কলকাতায় কেন চলে এল এই নিয়ে বিজেপিকে এবং অনেককেই ইঙ্গিত করে অনেক কথা বলে গেছেন। আমরা তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছি, সব থেকে বড় কথা হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারও তার প্রতিক্রিয়া দিয়েছে।’
সরকারকে তোপ দেগে বিরোধী দলনেতা বলেন, ‘মুখ্যমন্ত্রীকে উপেক্ষা করে প্রায় সাড়ে চারশো জন কলকাতায় বিধাননগরে ধর্নার প্রদর্শন করেছে। মুখ্যমন্ত্রী মাত্র ৪০ জনকে চেক দেওয়ার জন্য খুঁজে পেয়েছিলেন। ৪০ জন তৃণমূলের লোককে, ৪০ টি চেক উনি ওখানে দিয়েছেন। ১০টি পীড়িত এলাকাতে যাননি।’
ভিডিও দেখুন: https://www.facebook.com/share/r/12JhFttC6pX/
বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রী গিয়েছিলেন হিন্দু পলায়নটা যেহেতু ওঁনার মিশন সাকসেসফুল হয়নি, তাই হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শুভেন্দুর অভিযোগ, ওয়াকফ আন্দোলনে তো কোনো হিন্দু যায়নি। কিন্তু ঘর ছাড়া, অত্যাচারিত হয়েছে হিন্দুরা, গ্রেফতারও বেছে বেছে হিন্দুদের করা হয়েছে। ‘এই প্রথম নয়, মুর্শিদাবাদ ইস্যুতে এর আগেও রাজ্য সরকারকে বিঁধেছেন শুভেন্দু।
আরও পড়ুন: জুলাইয়ে কত শতাংশ বাড়বে সরকারি কর্মীদের DA? সামনে এল হাতেগরম আপডেট
শুভেন্দুর অভিযোগ, ‘মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন হিন্দু ও হিন্দু প্রতিষ্ঠানগুলির উপর পুলিশি আক্রমণ যাতে সংগঠিত হয় সেই চক্রান্ত করতে।’ এই প্রসঙ্গে বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের কথা তুলে মমতা বলেন, মুখ্যমন্ত্রী ওখান থেকে ভারত সেবাশ্রম সংঘে থাকা সিআই অফিস সহ একটা ছোট্ট বিকেট ছিল পাঁচজন কনস্টেবেলের সেটা প্রত্যাহার করলেন। যাতে ভবিষ্যতে জেহাদিদের হাতে এই ভারত সেবাশ্রম সংঘ আক্রমণ হতে পারে। কার্তিক মহারাজ যাতে সেখানে স্বাভাবিক কাজ-কর্ম না করতে পারে সেজন্য তিনি এটা করে এলেন।’ কার্তিক মহারাজের উপর রাগ থেকেই মমতা এটা করেছেন বলে অভিযোগ শুভেন্দুর।