বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রদায়িক হিংসার ঘটনাকে কেন্দ্র করে এখন কার্যত ‘হটস্পট’ হয়ে উঠেছে মালদার মোথাবাড়ি। এবার এই মোথাবাড়ি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলা উঠেছিল। জানা যাচ্ছে তিনি মামলা করার অনুমতি দিয়েছেন।
হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)
জানা যাচ্ছে শুভেন্দু (Suvendu Adhikari) এদিন একজন বিধায়ক এবং একজন নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত গত সপ্তাহেই মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশের বাধা পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই পুলিশের নিরপেক্ষতা বড়সড় সওয়াল তুলেছিলেন এই বিজেপি নেতা।
আরও পড়ুন: রামনবমীর ব্যানারে নেই সুকান্ত, মোদীর পাশে শুধু শুভেন্দুর ছবি! BJP-র অন্দরে শুরু বিতর্ক
গত সপ্তাহের বুধবার মোথাবাড়ি বাজারে হিন্দুদের দোকানপাট থেকে শুরু করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গোটা এলাকা হিন্দুশূন্য করার ডাক দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অশান্ত মোথাবাড়ি থেকে বাংলা হান্টের ক্যামেরায় ধরা পড়েছিল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ।
স্থানীয় মহিলারা অভিযোগ করেন এলাকায় তাঁদের নাকি শাঁখা-সিঁদুর পরতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে কালো হিজাবে মুখ ঢাকতে। এই পরিস্থিতিতে এবার মোথাবাড়ি যাওয়ার অনুমতি চাইতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি শুভেন্দু অধিকারী।