নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে আহত শুভেন্দু অধিকারী, ভর্তি হাসপাতালে

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আহত হয়েছেন। ব্যারিকেডের আঘাতে তিনি আহত হন এবং বর্তমানে বীরভূমের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যাচ্ছে যে, রামপুরহাটের হিংসা মামলায় বীরভূম জেলায় একটি সমাবেশ করেছিল বিজেপি। সেই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই এই দুর্ঘটনা ঘটে তার সঙ্গে।

বীরভূমের বগটুইয়ে ঘটে যাওয়া গণহত্যা এবং রাজ্যের নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি এই বিক্ষোভের আয়োজন করেছিল। সমাবেশে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। কিন্তু হঠাৎ করে ব্যারিকেডের ধাক্কায় তিনি আহত হন। ঘটনার পরপরই তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত বিজেপি বা হাসপাতালের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তার পায়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

বিজেপির তরফ থেকে আজ ‘আইন অমান্য আন্দোলন’ শুরু হয়েছে। সিউড়ি সার্কিট হাউস থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় পর্যন্ত বিক্ষোভের প্রস্তুতি ছিল। কিন্তু প্রক্রিয়ার মাঝখানে পুলিশ ব্যারিকেড সরাতে গিয়ে দুপক্ষের ধ্বস্তাধ্বস্তি হয়। আর সেখানেই ব্যারিকেডের আঘাতে শুভেন্দু অধিকারী আহত হন।


Koushik Dutta

সম্পর্কিত খবর