‘এটা ওঁর..,’ সতীর্থ দিলীপের বিয়ে নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন শুভেন্দু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ৬০ বছর বয়সে বিয়ে সারলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৈদিক মতে এক হল চার হাত। বঙ্গ রাজনীতিতে এখন নবদম্পতিকে নিয়ে চৰ্চা তুঙ্গে। ‘দাবাং’ দিলীপের বিয়েতে শুভেচ্ছায় ভরিয়েছেন দলের নেতারা। বিরোধী দল থেকেও এসেছে শুভেচ্ছার ঢেউ। তবে বাদ গিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। সুকান্ত মজুমদার, লকেট, শমীকরা দিলীপের বাড়িতে বিয়ের ধুতি নিয়ে পৌঁছে গেলেও দেখা মেলেনি বিরোধী দলনেতার।

দিলীপের বিয়ে নিয়ে কী প্রতিক্রিয়া শুভেন্দুর? Suvendu Adhikari

রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তিনি। কিছুদিন আগেই দিলীপ ঘোষের সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছে তাঁকে। বিধানসভায় গিয়ে শুভেন্দুর সঙ্গে দেখাও করে এসেছিলেন দিলীপ। তাহলে হঠাৎ কী হল? নতুন বরকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু? এই বিষয়ে সংবাদমাধ্যম প্রশ্ন করতে শুভেন্দু বলেন, ‘এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার কিছু বলতে চাই না।’ শুভেচ্ছা জানানোর বিষয়ে শুভেন্দু বলেন, ‘পার্টির তরফে তো জানিয়েছে, আমিও তো পার্টির একজন’। এর থেকে একটি বেশি শব্দও ব্যয় করেননি শুভেন্দু।

উল্লেখ্য, বঙ্গ বিজেপির উত্থান দিলীপের হাত ধরেই। পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর থেকে শুভেন্দু-দিলীপ সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন শোনা যায় প্রথম দিকে সব ঠিক চললেও পরে তবে ধীরে ধীরে সেই ‘মধুর সম্পর্ক’ বদলে যায়। এবারে দিলীপের বিগ ডে বিয়ের দিনও অনুপস্থিত বিরোধী দলনেতা।

আরও পড়ুন: নতুন জীবন শুরু করেছেন দিলীপ ঘোষ! নবদম্পতিকে শুভেচ্ছায় ভরালেন অভিষেক, লিখলেন, ভালোবাসায়…

এদিকে দলের আরেক কান্ডারি সুকান্ত অবশ্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ দিলীপ ঘোষকে। গতকাল তিঁনি বলেন, ‘ দিলীপদার এবং তাঁর আগামী নববধূ যিনি আসছেন তাঁদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক। ভাল হোক।’ নিজে সকাল সকাল দিলীপের বাড়ি পৌঁছে গিয়ে তাঁকে উপহার দিয়ে এসেছেন সুকান্ত।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X