জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই শুভ সূচনা! বাংলায় শুভেন্দুর হাত ধরে শিলান্যাস হবে রামমন্দিরের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। এই মুহূর্তে চলছে তারই প্রস্তুতি পর্ব। এই মন্দির উদ্বোধন হওয়ার আগেই বাংলায় শিলান্যাস  হতে চলেছে আরও একটি মন্দিরের। চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) এক বছর পূর্তি উপলক্ষেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন নন্দীগ্রামে সোনাচূড়ায় রাম মন্দির তৈরির ব্যাপারে।জানা যাচ্ছে, রামনবমী উপলক্ষে ৬ এপ্রিল বিরাট ধুমধাম করে এই মন্দিরের শিলান্যাস করতে চলেছেন তিনি।

বাংলায় শুভেন্দুর হাত ধরে শিলান্যাস হবে রামমন্দিরের (Ram Mandir)

নন্দীগ্রামের সোনাচূড়ায় আড়াই বিঘা জমির ওপর বাংলার বুকে তৈরী হতে চলা এই মন্দির (Ram Mandir) নিয়ে তৈরী হয়েছে ব্যাপক কৌতূহল। এখন থেকেই প্রস্তুতি চলছে জোর কদমে। সঙ্গে রয়েছে রাজনৈতিক জল্পনাও। জানা যাচ্ছে, ওই বিশেষ দিনে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন হিন্দু সংগঠনগুলিকেও।

রামনবমীকে কেন্দ্র করে এবছর এমনিতেই রাজ্যজুড়ে রয়েছে বাড়তি উন্মাদনা। প্রসঙ্গত চলতি বছরের ২২শে জানুয়ারি অযোধ্য়ার রামমন্দিরের (Ram Mandir) বর্ষপূর্তির দিনেই সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে থাকছে বিরাট জাঁকজমক।

আরও পড়ুন: সংঘবদ্ধ হচ্ছে হিন্দুরাও! মোথাবাড়ি কাণ্ডে একদিনের জন্য ডিপি পরিবর্তন করে বিশেষ ইঙ্গিত শুভেন্দুর

নন্দীগ্রামের এই রামমন্দির সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব এই রামমন্দিরের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করব আমরা। সমস্ত সনাতনী সংগঠন, দুর্গাপুজা কমিটি, মন্দির কমিটি, পুরোহিত সমাজ, সমস্ত বাজার কমিটি, সবাই মিলে ওখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্ল্যান, সাইট প্ল্যান যেগুলো অনুমোদন সেগুলো সব করিয়ে নেওয়া হয়েছে। ভক্তদের থাকার ব্যবস্থা করতে অতিথি নিবাস হচ্ছে।’ এখানেই শেষ নয় তিনি জানান, ভারতীয় সংস্কৃতি মেনে আয়ুষ, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক একটা ডে কেয়ার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও থাকবে গোশালা।

আসন্ন এই রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠান সম্পর্কে ইতিমধ্যে আসতে শুরু করেছে নতুন আপডেট। জানা যাচ্ছে আগামী  ৬ এপ্রিল প্রথমেই শোভাযাত্রা করবেন শুভেন্দু। ওইদিন সকাল ১০ টায়, ভাঙাবেড়া ব্রিজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সোনাচূড়ায় পৌঁছবেন শুভেন্দু অধিকারী। শিলান্যাস উপলক্ষে ওইদিন সোনাচূড়ায় বিশেষ পুজোপাঠের ব্যবস্থা করা হয়েছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X