বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা মাত্র। পঞ্চায়েতের আগে পায়ের তলার মাটি শক্ত করতে নবজোয়ার কর্মসূচি (Nabo Jowar Campaign) নিয়ে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহার থেকে শুরু করে বর্তমানে মেদিনীপুর। থাকছেন খোলা আকাশের নিচে, ভোজন সারছেন দলীয় কর্মীদের সাথেই। তবে জনসংযোগ কর্মসূচীতে অভিষেকের নিরাপত্তায় নিযুক্ত পুলিশ কর্মীর (Police Security) সংখ্যা গুনে শেষ করতে অবশ্য খানিকটা সময় ব্যয় করতে হয়। এবার এই নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বুধবার এই নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা। তবে কোথাও অভিষেকের নামোল্লেখ না করেই তাকে তোপ দেগেছেন নন্দীগ্রামের বিধায়ক। নিজের ফেসবুক থেকেও একই বিষয় নিয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। টুইটের সঙ্গে কিছু নথির ছবিও জুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। যা নিয়ে জোর চৰ্চা শুরু হয়েছে সর্বত্র।
ঠিক কি লিখেছেন বিরোধী দলনেতা? টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, “ভারতের প্রধানমন্ত্রীর জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের ব্যবস্থা রয়েছে, যা স্পেশাল প্রটেকশন গ্রুপ (SPG) প্রদান করে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তা বলয়ের সামনে আমাদের দেশের প্রধানমন্ত্রী শুধু নয় বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্র প্রধানদের নিরাপত্তা বলয়ও ফ্যাকাশে লাগবে।”
শুভেন্দুর সংযোজন, “শুধুমাত্র একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য একদিনে ২২৪৫ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এমনিতেই তলানিতে, গত এক মাসেই আইনশৃঙ্খলার চরম অবণতির কারণে নারী শিশু সহ প্রচুর মানুষ বোমা বিস্ফোরণে ঝলসে মারা গেছেন, আহতও হয়েছেন বহু, রাজনৈতিক হত্যা সহ অগণিত হত্যা হয়েছে, প্রতিনিয়ত নারীদের সম্ভ্রম লুন্ঠিত হচ্ছে।”
এখানেই শেষ নয়, অধিকারী পুত্র আরও লেখেন, “একজন মানুষ রাজনৈতিক ভ্রমণে বেরিয়েছেন আর থানা সব ফাঁকা করে পুলিশ রাস্তা পাহারা দিচ্ছে। এদিকে রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নেই, তাদের অগ্রাধিকার কেবলমাত্র একজনের নিরাপত্তা নিশ্চিত করা। আর পশ্চিমবঙ্গের মানুষ অসহায়, প্রার্থনা করছেন যাতে কোনো অঘটন তাদের সাথে না ঘটে।” সবমিলিয়ে শুভেন্দুর অভিযোগ, সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে শাসকদল তৃণমূল কংগ্রেস।