রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি! DA মঞ্চে বড় ঘোষণা শুভেন্দুর, চরম পদক্ষেপ বিরোধী দলনেতার

বাংলা হান্ট ডেস্ক : বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে বহুদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এবার শহীদ মিনার চত্বরে তাদের সাথেই দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সংগ্রামী যৌথ মঞ্চের যে সব সদস্য আমরণ অনশন শুরু করেছেন, এবার তাদের সাথে কথা বললেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের (Government Of West Bengal) বিরোধিতা করে তিনি আশ্বাস দিলেন নবান্ন (Nabanna) অভিযান ডাকা হলে তিনিও সাথে থাকবেন।

মঙ্গলবার সকালে অনশন মঞ্চে পৌঁছে আন্দোলনকারীদের মনোবল বাড়িয়ে তিনি বলেন, ‘ডাকুন নবান্ন অভিযান। আমি থাকব।’ সেই সাথে রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এদের যদি কিছু হয়, আগুন জ্বলবে বাংলায়।’ যদিও কিছুদিন আগেই ডিএ প্রসঙ্গে মমতা ব্যানার্জি সাফ জানিয়েছেন, DA বাধ্যতামূলক নয়। উল্টে অতিরিক্ত ছুটি এবং বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার মত সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছেন তিনি।

তবে আন্দোলনকারীরা এই দাবি মানতে রাজি নয়। উল্টে বৃহৎ আন্দোলনের হুমকি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ‌। আর মঙ্গলবার অনশন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু জানান, ডিএ আন্দোলনে বিজেপির ‘নিঃশর্ত সমর্থন’ আছে। এদিকে রাজ্য সরকারের দাবি, কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। তারপরেও সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : সাবধান! মঙ্গল-বুধে ডবল ধামাকা করবে শীত-বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গের ১১টি জেলা, অ্যালার্ট জারি করল IMD

এর আগে ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। অতি সত্বর এই সমস্যার সমাধান না করলে অনশনের হুমকি দেয় আন্দোলনকারীরা। সেই সাথে ২৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়। যতদিন না কেন্দ্রীয় হারে ডিএ মিলছে ততদিনই এই আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন : ‘এই সুর্পনখা ক্ষমতায় থাকলে…’, বাংলার ভয়াবহ ভবিষ্যৎ আশঙ্কা করে মমতাকে তোপ শুভেন্দুর

65af56be44172 suvendu at da protest 230341316 16x9

যদিও রাজ্য সরকারের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা যায়নি। আর এবার আন্দোলনকারীদের সমর্থন করে শুভেন্দু বলেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চ তাদের লক্ষ্যে অবিচল, তাই এদের টলানো যাবে না। মাঝে একবার ভাইপো এখানে সভা করে গেল। ভেবেছিল এরা উঠে পালিয়ে যাবে। সেদিনও এরা লড়েছে। সেদিন শহিদ মিনারে গুন্ডা আনা হয়েছিল। এদের তুলে দেওয়ার জন্য। কিন্তু এরা ওঠেনি। ভয় দেখিয়ে এদের তোলা যাবে না।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর