বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইনের (WAQF Act) বিরুদ্ধে দেশের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। কয়েকদিন আগেই এই আইন প্রত্যাহারের দাবিতে আয়োজিত কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর। তার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার শহর কলকাতায় নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সমাবেশের ডাক দিয়েছে একটি ধর্মীয় সংগঠন। এবার সেই সমাবেশের একটি ভিডিও শেয়ার করে গর্জে উঠলেন বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে গর্জে উঠেছেন পদ্ম নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। সেখানে দেখা যাচ্ছে, বাস থেকে গেরুয়া পতাকা খুলছেন এক বাসচালক।
ভিডিও শেয়ার করে কড়া প্রতিক্রিয়া শুভেন্দু (Suvendu Adhikari), তরুণজ্যোতির!
নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় এদিন মৌলালির কাছে রামলীলা ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশে যোগ দিতে প্রচুর সংখ্যালঘু মানুষ শহরে এসেছেন। ধর্মতলা চত্বর থেকে তাঁদের রামলীলা ময়দান অবধি মিছিল করে যাওয়ার কথা। সেই কর্মসূচির সময়কার একটি ভিডিও শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
Shocking scenes from Swami Vivekananda’s birthplace, Kolkata!
A Saffron flag, a symbol of courage, sacrifice and valor, got forcefully removed from a bus by a mob of radicals.
Is this the harmony and tolerance Swamiji stood for? Under Mamata Banerjee’s watch, such acts go… pic.twitter.com/is3SOgV6jJ— Suvendu Adhikari (@SuvenduWB) April 10, 2025
শুভেন্দু লেখেন, ‘স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায় চমকে দেওয়া ছবি! সাহস, ত্যাগ, বীরত্বের প্রতীক গেরুয়া পতাকা জোর করে একটি বাস থেকে খোলাচ্ছে উগ্রবাদীদের একটি দল। এই সম্প্রীতি ও সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছিলেন স্বামীজি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ধরণের ঘটনা ঘটছে। আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা কোথায়?’
ওই একই ভিদিও শেয়ার করে গর্জে উঠেছেন পদ্ম নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সেখানে দেখা যাচ্ছে, ওয়াকফ (WAQF Bill) বিরোধী মিছিলে আটকে গিয়েছে একটি বাস। সেই বাসে একটি গেরুয়া পতাকা লাগানো ছিল। তবে বাসচালক সেটি খুলে নেন। এরপর সেই পতাকা নিয়ে বাসের ভেতর ঢুকে যান তিনি।
আরও পড়ুনঃ TRP তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই! পরিণীতা, ফুলকি নাকি জগদ্ধাত্রী, নতুন বেঙ্গল টপার হল কে?
এই ভিডিও শেয়ার করে তরুণজ্যোতি প্রশ্ন করেন, ‘গেরুয়া পতাকা খোলানোর কারণ কী? কলকাতা পুলিশ আশা করি উত্তরটা দেবে’। বিজেপি নেতার শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, ওই বাসচালক যখন গেরুয়া পতাকা খুলছিলেন, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন একাধিক পুলিশকর্মী।
উল্লেখ্য, নয়া ওয়াকফ আইন নিয়ে দেশের নানান প্রান্তে প্রতিবাদের ঝড়ের আবহেই মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বুধবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘‘আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার আমারও নেই’। একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে মমতার বার্তা, ‘দিদি যতদিন আছে, আপনাদের সম্পত্তি সুরক্ষিত’।