‘ভোটের কালি-তেও কমিশন নেয় ভাইপো’, দুদিনেই আঙুলের উঠে যাওয়া কালি দেখিয়ে তোপ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আজ চলছে পুনর্নির্বাচন (Panchayat Election Repoll)। মাঝে একটা গোটা দিন পেরিয়ে গেলেও অশান্তি-হিংসা অব্যাহত। উত্তর থেকে দক্ষিণ, জেলা বদলাতেও অশান্তির চিত্রটা কিন্তু একই। অভিযোগ, পাল্টা-অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি। এরই মধ্যে এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কড়া আক্রমণ শানালেন শুভেন্দু (Suvendu Adhikari)।

এদিন নন্দীগ্রাম (Nandigram) থেকে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। আর সেখান থেকেই একাধিক ইস্যুতে রাজ্যকে তোপ দাগেন বিধায়ক। পাশাপাশি আঙ্গুল উঁচিয়ে বলেন, “আমি ভোট দিয়েছি দেখুন এই কালিও উঠে গিয়েছে। এই কালিতেও ভাইপোর কমিশন আছে।”

বিরোধী দলনেতার দাবি, “আমরা তো বিধানসভা-লোকসভাতেও কালি লাগাই, এক দেড় মাস থাকে। আর এখানে দেখুন। এখনই ৮০ শতাংশ লোকের হাতের কালি উঠে গিয়েছে। এই ভোটের কালি-তেও কমিশন নিয়েছে ভাইপো।”

শুভেন্দু আরও বলেন,” কোভিডের মহামারীর সময় মাস্ক আর স্যানিটাইজার সাপ্লাই করেছিলেন মেনকা গম্ভীরের শ্বশুর তাকে দিয়ে সাপ্লাই দিয়েছিলেন যিনি সাইকেল সাপ্লাই দেন একইভাবে কালিও ভাইপো সাপ্লাই করেছে তাই কালিও উঠে গিয়েছে।”

suvendu adhikari

অন্যদিকে আজ বিকেল ৪টায় সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু বলেন, পঞ্চায়েত ভোটে একাধিক ইস্যু নিয়ে এ বার কলকাতা হাই কোর্টে যাবেন তিনি। তার জানান মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি। নির্বাচনে ‘হিংসা’ এবং ‘নিয়মভঙ্গে’র তথ্যপ্রমাণ হিসাবে এক হাজারেরও বেশি ভিডিয়ো ফুটেজ আদালতে জমা দেবেন বলেও জানান বিরোধী দলনেতা। জানিয়ে রাখি, মঙ্গলবারই পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা। এবার হাইভোল্টেজ মঙ্গলবার কী কী হতে চলেছে সেটাই দেখার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর