পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫! হাইকোর্টের রায়ের পর অভিষেককে তুমুল কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ আদালতে বড় ধাক্কা অভিষেকের। অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করতে পারবে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।

শুধু তাই নয় এদিন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতির অভিযুক্ত কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জরিমানার মোট ৫০ লক্ষ টাকা অবিলম্বে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর আদালতের এই নির্দেশের পরই ময়দানে নেমেছে বিরোধী দলগুলি।

এদিন হাইকোর্টের রায় সামনে আসতে না আসতেই নাম না করে অভিষেককে জোর কটাক্ষ করে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন,
গোদের উপর বিষফোঁড়া! এতদিন শোনা যেত – বাপ নম্বরি তো বেটা দশ নম্বরি।
নতুন সংস্করণ:-
পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫!
স্বভাব যেমন, তাই পাঁচ গুন বেশি দিস!

প্রসঙ্গত, কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) যে নির্দেশ দিয়েছিলেন, তাই এদিন বহাল রাখল হাইকোর্ট। এবার ইডি ও সিবিআই (ED-CBI) জেরার মুখে পড়তে হতে পারে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

অভিষেকের আবেদন খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি বলেন, “সিবিআই এবং ইডি তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আগামী ৯ জুন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতে তদন্তে রিপোর্ট জমা দিতে হবে।” অন্যদিকে, আদালতে মূল্যবান সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কুন্তল নিম্ন আদালতে চিঠি লিখে অভিযোগ করেন যে অভিষেকের নাম নেওয়ার জন্য ইডি তার উপর চাপ দিচ্ছে। অন্যদিকে এক জনসভা থেকে অভিষেকও এই একই অভিযোগ করেছিলেন যে, তার নাম নেওয়ার জন্য অভিযুক্তদের উপর চাপ দেওয়া হয়। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ইডি, সিবিআই চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক। তবে কোনো সুফল এলো না। অভিষেকের নির্দেশ খারিজ করে দিল আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর