শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় বড় পরিবর্তন! ছিটকে গেলেন আম্বানি, আদানি! রয়েছেন এই স্থানে

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ট ধনকুবেরদের তালিকায় চলছে তুমুল প্রতিযোগিতা। মোট সম্পদের বিচারে প্রথম স্থান ফিরে পেতে ইলন মাস্ক (Elon Musk) জোর টক্কর দিচ্ছেন বার্নার্ড আর্নল্টকে (Bernard Arnault)। অন্যদিকে, অ্যামাজনের জেফ বেজোস (Jeff Bezos) আবার মাস্ককে পেছনে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শীর্ষ-১০ বিলিয়নেয়ারদের তালিকায় দীর্ঘদিন যাবৎ নিজেদের আধিপত্য বজায় রাখার পরে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি এবং গৌতম আদানি এবার এই তালিকায় প্রথম ১০ থেকে ছিটকে গেছেন।

আম্বানি এবং আদানি রয়েছেন এই স্থানে: উল্লেখ্য যে, চলতি বছরে আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পরেই ধনকুবেরদের তালিকায় গৌতম আদানি চতুর্থ স্থান থেকে সরাসরি ৩৭ তম স্থানে পৌঁছে গিয়েছিলেন। এদিকে, রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি বিলিয়নেয়ারদের তালিকায় প্রথম ১০-এ থাকলেও গত ফেব্রুয়ারি মাস থেকে তিনিও এই তালিকার বাইরে চলে গিয়েছেন।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, আপাতত আম্বানির মোট সম্পদের পরিমাণ হল ৮৪.৭ বিলিয়ন ডলার। পাশাপাশি, বর্তমানে তিনি শ্রেষ্ঠ বিলিয়নেয়ারদের তালিকায় ১৩ নম্বর স্থানে রয়েছেন। এদিকে, গৌতম আদানি আপাতত ৫৪.৩ বিলিয়ন ডলারের সম্পদের পরিপ্রেক্ষিতে বিশ্বের ২৩ তম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।

প্রবল লোকসানের সম্মুখীন হয়েছেন আম্বানি-আদানি: ২০২৩ সালের শুরু থেকে যে ধনকুবের সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি হলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। চলতি বছরে তিনি মোট ৬৫.৫ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন। অপরদিকে, মুকেশ আম্বানির মোট সম্পদ এখনও পর্যন্ত ১.২৯ বিলিয়ন ডলার কমেছে। এদিকে, গত কয়েকদিন ধরে মুকেশ আম্বানি এবং ফেসবুকের (মেটা) সিইও মার্ক জুকেরবার্গের মধ্যে মোট সম্পদের বিচারে তুমুল টক্কর চলছে। বর্তমানে জুকেরবার্গ ৮৭.৪ বিলিয়ন ডলারের সম্পদের পরিপ্রেক্ষিতে এই তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন।

adani and ambani

প্রথম স্থানে প্রভাব বজায় রেখেছেন আর্নল্ট: উল্লেখ্য যে, ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ২০৩ বিলিয়ন ডলারের সম্পদের সাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। এদিকে, টেসলার সিইও ইলন মাস্ক ১৬৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। পাশাপাশি, জেফ বেজোস ১৩৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস হলেন বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১২৫ বিলিয়ন ডলার। পাশাপাশি, ১১৪ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ওয়ারেন বাফেট।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর