‘শ্যামবাজারের এক বাড়িতে ভাইপো, পিকে সহ চারজন তার পা ধরেছিলেন’, বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির পর ভূপতিনগর। ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা নিয়ে সরগরম বাংলা। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি, ভূপতিনগরের ঘটনায় হামলাকারী হল এনআইএ। তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্য ঘিরে জোর চর্চা হয়েছে। এবার এই ইস্যু প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) জিজ্ঞেস করা হলে তিনি মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি তুললেন।

বিজেপি নেতা বলেন, এনআইএ-কে (NIA) আক্রমণ মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ, বিচারবিভাগকে আক্রমণ। শুভেন্দুর কথায়, ভূপতিনগর (Bhupatinagar) বিস্ফোরণ মামলার তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এনআইএ-র (National Investigation Agency) বিরুদ্ধে মন্তব্য করার অর্থ হল উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন মমতা।

এখানেই না থেমে বছর চারেক পুরনো এক ঘটনার কথাও জনসমক্ষে ‘ফাঁস’ করেন শুভেন্দু। তিন জানান, ২০২০ সালের ১ ডিসেম্বর শ্যামবাজারের একটি বাড়িতে তাঁর পা ধরেছিলেন প্রশান্ত কিশোর সহ তৃণমূলের (TMC) তিন হেভিওয়েট। ‘ভাইপো’, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় তাঁর পা ধরেছিলেন বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক। সেই সময় তিনি তৃণমূলের অংশ ছিলেন। তাঁরা বলেছিলেন, তিনি যেন তৃণমূল না ছাড়েন, তাহলে সর্বনাশ হয়ে যাবে।

আরও পড়ুনঃ ‘গ্রামে আগন্তুক এলে শঙ্খ-উলুধ্বনি দিয়ে আটকান’! কেন মহিলাদের এমন ‘টিপস’ দিলেন কুণাল?

এরপরেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু। একদা দলনেত্রীকে কটাক্ষ করে বলেন, মমতা আতঙ্কিত, বিভ্রান্ত, উত্তেজিত। বিজেপি (BJP) নেতার কথায়, এনআইএ একাধিকবার নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। তাঁদের আধিকারিকরা হামলার মুখে পড়ার পর রাজ্যের পুলিশমন্ত্রী আক্রমণ শানিয়েছেন। তা নিন্দনীয় বলে মন্তব্য করেন শুভেন্দু। কেন্দ্রীয় তদন্তকার সংস্থা প্রসঙ্গে মন্তব্যের জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি জানাচ্ছেন।

mamata banerjee suvendu adhikari

প্রসঙ্গত, একসময় তৃণমূলের অংশ থাকলেও বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। বিজেপিতে যোগ দিয়েছেন খুব বেশি সময় না হলেও দলের ‘হেভিওয়েট’দের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। সেই শুভেন্দু সম্প্রতি বলেন, বেকারত্ব, চুরি, দুর্নীতি ও নারী নির্যাতনের ঘটনায় তিনি বুঝতে পেরেছেন ৫০০, ১০০০ কিংবা ১২০০ টাকা দিয়ে কোনও লাভ নেই। এবার ভোট বাক্সের মাধ্যমে বাংলার মাতৃমণ্ডলী সবকিছুর জবাব দেবেন বলে মন্তব্য করেন বিজেপি নেতা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর