‘সামনে পুজো, হকার উচ্ছেদ TMCর ভালো ব্যবসা চলবে, মালপত্র কামাই হবে’, চরম কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ হকার উচ্ছেদ (Hawker Eviction) নিয়ে ধুন্ধুমার মহানগরীর বুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই শনিবার ধর্মতলায় দখলমুক্তি অভিযানে নামে পুরসভা ও পুলিশ প্রশাসন। শুধু কলকাতাই নয়, রাজ্য জুড়ে একাধিক জেলা থেকে উঠে এসেছে হকার উচ্ছেদের চিত্র। এই নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে সেই সময়ই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেন নন্দীগ্রাম বিধায়ক। সেখানেই সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, হকার উচ্ছেদ আসলে তৃণমূলের একটি টাকা তোলার ব্যবসা। বিরোধী দলনেতার কথায়, ‘নীচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে। তাই শুধুমাত্র টাকা তোলার জন্য এসব চলছে। আর সরকারের হয়ে কাজ করছে পুলিশ আর পৌরসভা। টাকা তোলার ব্যবস্থা হচ্ছে।’

বিরোধী দলনেতা বলেন, ‘কাউকে এলাকা ছাড়া করা হবে। কারও এলাকা ভেঙে দেবে। ইডি – সিবিআইয়ের মতো এজেন্সির গুঁতোয় টাকা পয়সার আমদানি বন্ধ হয়ে গিয়েছে। আসলে ওদের খুব খরা চলছে। তাই পরিস্থিতি সামাল দিতে হকার উচ্ছেদকে হাতিয়ার করে কিছু টাকা রোজগার করার চেষ্টা।’

এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা। তিনি আরও বলেন, ‘হকার উচ্ছেদের নাম করে যদি ভয় দেখিয়ে কিছু লোককে সরিয়ে দেওয়া যায় তাহলে সেখানে রোহিঙ্গাদের বসিয়ে দিতে পারবে। তাই এসব করা হচ্ছে।

রাজ্য সরকারকে রীতিমতো একহাত নিয়ে শুভেন্দু বলেন, ‘এ রাজ্যে নিয়োগ বন্ধ, চাকরি বিক্রি এখন বন্ধ। ১০০ দিনের কাজের টাকা মারা যাচ্ছে না। শিল্প – পরিকাঠামো উন্নয়ন বন্ধ। তাই সবদিক থেকে পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া হয়ে গেছে। এই রাজ্য সরকারের সব কাজ বন্ধ। আর যা আছে বেতন আর ভাতা দিতে সব টাকা চলে যাচ্ছে। তাও তো ঋণ করতে হচ্ছে।’

mamata suvendu 3

আরও পড়ুন: ঘুরে গেল মোড়! বকেয়া DA নিয়ে সরকারি কর্মীদের মাস্টারস্ট্রোক, চরম চাপে পশ্চিমবঙ্গ সরকার

হকার উচ্ছেদকে ব্যবসা বলে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, ‘এই হকার তোলা বসানো, এটা তো ভালো ব্যবসা। এখন দু তিন মাস ওদের বেশ ভালোই চলবে। সামনে পুজোও আসছে। এই সময় হকার উচ্ছেদ ভালো ব্যবসা। এসব করে কিছু মালপত্র কামাই হবে। তাই করছে।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর